শিরোনাম
◈ মির্জা ফখরুলকে দেখেই দাঁড়িয়ে সম্মান জানালেন তারেক রহমান (ভিডিও) ◈ ১০ দলীয় জোটে ভাঙন: ইসলামী আন্দোলন সরে দাঁড়ানোয় ৪৭ আসনে সমঝোতার নতুন হিসাব ◈ শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠক নিয়ে মুখ খুলল ভারত ◈ বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল ◈ নির্বাচনের আগে আইনশৃঙ্খলার তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ ◈ শরিয়াহ আইনের দিকে যাবে না জামায়াত, অবস্থান বদল নাকি ভোটের কৌশল? ◈ রাষ্ট্রের কাছে যা চাইলেন শহীদ ওসমান হাদির স্ত্রী ◈ মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ইরান ও ইসরাইলের নেতাদের ফোন করলেন পুতিন ◈ ঋণ কেলেঙ্কারি: ক্ষতির বোঝা সাধারণ আমানতকারীর ঘাড়ে ◈ ছাত্রদল কর্মীকে হত্যার ঘটনায় দম্পতি গ্রেপ্তার

প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ০৪:১৯ দুপুর
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল

সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমান যুগে তথ্য আদান-প্রদানের এক শক্তিশালী মাধ্যম হলেও, একইসঙ্গে এটি গুজব ও ভুল তথ্য ছড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে ঘিরে ছড়িয়ে পড়ে একটি গুজব, তার এবং স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বিবাহ বিচ্ছেদের খবর।

খবরটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে ভক্ত-সমর্থকদের মাঝে তৈরি হয় উদ্বেগ ও কৌতূহল। এরপরই জানা যায় এটি সম্পূর্ণ গুজব, দেশের একটি গণমাধ্যমে বিশ্বস্ত পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে। সাকিব ও শিশিরের দাম্পত্য জীবন স্বাভাবিক রয়েছে, এবং বর্তমানে সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এর আগে গুঞ্জন উঠেছে সাকিব ও শিশিরের বিবাহ বিচ্ছেদ নিয়ে। এমন শঙ্কা তৈরি করেছেন শিশির নিজেই। কারণ সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাকিবের সঙ্গে তার অনেক ছবিই ডিলিট করে দিয়েছেন তিনি। তবে গত বছর ১৫ আগস্ট এক দীর্ঘ পোস্টে সাকিবপত্নী জানান, তাদের সম্পর্কের কোন অবনতি হয়নি।

২০২৪ সালের জুলাই-আগস্টে দেশজুড়ে ছাত্র ও সাধারণ জনগণের অংশগ্রহণে ঘটে এক ব্যাপক গণআন্দোলন। বৈষম্যবিরোধী এই আন্দোলনের মুখে ৫ আগস্ট পতন ঘটে দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের। এর প্রভাবে সাকিব হারান তার সংসদ সদস্যের পদও। এরপর থেকে তিনি আর দেশে ফেরেননি। 

তার রাজনৈতিক প্রভাব পড়েছে ক্রিকেট ক্যারিয়ারে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন সাকিব। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশ দলের হয়ে খেলেন তিনি। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট খেলে বিদায় নেওয়ার পরিকল্পনা থাকলেও, দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তা আর সম্ভব হয়নি।

পরবর্তীতে সাকিব আল হাসানের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ, ব্যাংক অ্যাকাউন্ট জব্দসহ নানা বিতর্কিত ঘটনা তাকে নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই সবকিছুর মাঝে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, পরিবারকে সময় দিচ্ছেন এবং জনসম্মুখে কম দেখা দিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব ও ভুল তথ্যের মধ্যেও পরিবার নিয়ে সময় কাটানোয় মনোযোগী এই ক্রিকেটার আপাতত কোনো ধরনের আনুষ্ঠানিক মন্তব্য করেননি। উৎস: ঢাকা মেইল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়