স্পোর্টস ডেস্ক: সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতেও নেই সাফল্য। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। দশ নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল।
আর তাতেই শুরু হয়েছে টাইগারদের সমালোচনা। যা নিয়ে কথা বলেছেন স্বয়ং বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
তিনি বলেন, ২০১৫ সাল থেকে যে উত্থান ছিল, খুবই দুঃখজনক তা ধরে রাখা সম্ভব হয়নি। ঘরোয়া ক্রিকেটের অস্বচ্ছতার কারণে যে ক্রমাগত অবনতি হয়েছে, আমরা কেউ তা অস্বীকার করতে পারব না। তবে আমি বিশ্বাস করি, আমাদের হাতে যে সময় আছে এবং সামনে যে সংখ্যক ওয়ানডে ম্যাচ খেলব, আমাদের সুযোগ থাকবে এটাকে অতিক্রম করার।
সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে পারেনি একটি ম্যাচও। সমকাল/ ডেইলি ক্রিকেট