শিরোনাম
◈ ইউনূস সরকারকে সংস্কারে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে ইইউ, নির্বাচন নিয়ে কোনো চাপ নেই ◈ দিনের ভোট এবার রাতে হওয়ার সুযোগ নেই: সিইসি ◈ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার ◈ জনপ্রিয় ভিডিও কলিং প্ল্যাটফর্ম স্কাইপ আজ বন্ধ হচ্ছে ◈ ভারতে আত্মগোপনে বাহাউদ্দিন নাছিম: কলকাতায় বিলাসবহুল জীবন, পাচার করা অর্থে ব্যবসায় বিনিয়োগ ◈ হাসনাতের ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতাসহ আটক ৫৪, জিএমপির অভিযান অব্যাহত ◈ স্বাস্থ্যখাতে বড় রদবদলের সুপারিশ: পৃথক সার্ভিস, বাজেট সংস্কার ও আউটসোর্সিং প্রস্তাব ◈ সরকারি কোয়ার্টার নিয়ে বহিরাগতদের কাছে উচ্চমূল্যে ভাড়া দিচ্ছেন কর্মকর্তারা ◈ টিয়ারশেল নিক্ষেপ করে চট্টগ্রামে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ (ভিডিও) ◈ এনসিপি নেতা হাসনাতের ওপর হামলার আগে ছাত্রলীগের হুমকি, বিচারের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ

প্রকাশিত : ০৫ মে, ২০২৫, ০৮:৪৩ সকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান সুপার লি‌গে রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও ম্যাচ হারল লাহোর

স্পোর্টস ডেস্ক: বাংলা‌দে‌শের রিশাদ হো‌সে‌নের টানা তিন ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে জায়গা হয়নি। এবার করাচি কিংসের বিপক্ষে ফিরেই দারুণ বোলিং করলেও দলকে জেতাতে পারেননি বাংলাদেশের এই লেগ স্পিনার। -- ক্রিক‌ফ্রেঞ্জি

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন ২২ বছর বয়সী রিশাদ। এর মধ্যে করাচির যখন ৫ ওভারে ৬৬ রান প্রয়োজন এমন সময় বোলিং করতে এসে মাত্র ৮ রান দেন রিশাদ।

আর তাতেই ম্যাচ কঠিন হয়ে যায় করাচির জন্য। তবে হারিস রউফের খরুচে বোলিংয়ে শেষ পর্যন্ত ৪ উইকেটের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাহোরকে। এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বৃষ্টির কবলে পড়ে লাহোর। ফলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৫ ওভারে। ৫ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে তারা। তবে বৃষ্টি আইনে জয়ের জন্য করাচির সামনে ১৬৮ রানের লক্ষ্য দাঁড়ায়।

সেই লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৪০ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও টিম সেইফার্ট। ওয়ার্নার আউট হন ১০ বলে ২৪ রান করে। আর সেইফার্টের ব্যাট থেকে আসে ১০ বলে ২৪ রান। এরপর রিশাদ নিজের প্রথম ওভার করতে এসেই আউট করেছেন জেমস ভিন্সকে।

ওভারের চতুর্থ বলে ১২ বলে ১৩ রান করা এই ব্যাটারকে সিকান্দার রাজার ক্যাচ বানান রিশাদ। ভিন্স ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে চেয়েছিলেন তবে সেখানে ফিল্ডিং করা রাজা দারুণ ক্যাচ লুফে নিয়েছেন। সেই ওভারে রিশাদ খরচ করেন মাত্র ৭ রান। দ্বিতীয় ওভারে রিশাদের ওপর চড়াও হন সাদ বেগ।

এই স্পিনারের প্রথম বলে এক্সট্রা কাভার দিয়ে চার মারেন। পরের বলে পাকিস্তানি এই ব্যাটার ডাউন দ্য উইকেটে এসে মারে ছক্কা। সেই ওভারে রিশাদ খরচ করেন ১৩ রান। খানিক বাদেই ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা সাদকে আউট করেছেন ড্যারিল মিচেল। ১৫ বলে ২৫ রান করা এই ব্যাটারকে এলবিডব্লিউ করেন এই কিউই মিডিয়াম পেসার।

ইনিংসের ১১তম ওভারে শেষ ওভারে এসে মাত্র ৮ রান দেন রিশাদ। যদিও উইকেট পাননি আর। তবে রিশাদের এমন বোলিংয়েই জয়ের পথ সহজ হয়ে যায় লাহোরের। শেষদিকে খুশদিল শাহকে আউট করেছেন হারিস রউফ। একপ্রান্ত আগলে রেখে তখনও করাচিকে টানছিলেন ইরফান খান নিয়াজি।

করাচির জিততে শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৭ রান। তবে ১৪তম ওভারে এসে হারিস রউফ এক ওভারেই খরচ করেন ২০ রান। ফলে হাতের মুঠোয় থাকা ম্যাচ বেরিয়ে যায় লাহোরের। যদিও পরের ওভারে এসে মোহাম্মদ নবিকে ফেরান মিচেল। তাতেও ৫ বলে ৭ রানের সমীকরণ আটকাতে পারেননি মিচেল।

ইমরান শেষ পর্যন্ত ২১ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। এর আগে ফখর জামানের ৫১, মোহাম্মদ নাইমের ৬৫ আর আব্দুল্লাহ শফিকের ১৮ রানের সুবাদে নির্ধারিত ১৫ ওভারে ১৬০ রান তোলে লাহোর। করাচির হয়ে একাই চার উইকেট নেন আব্বাস আফ্রিদি। মীর হামজা, হাসান আলী ও আমের জামাল নেন একটি করে উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়