শিরোনাম
◈ জোবাইদা রহমানের নিরাপত্তা ব্যবস্থা নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের ◈ হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ (ভিডিও) ◈ কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার ◈ কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ যশোরের এক ইউপি চেয়ারম্যানসহ আ,লীগের ৭ নেতা গ্রেফতার ◈ ‌স্পোর্টস টু-‌কে গাভাস্কার, পা‌কিস্তান ছাড়াই এশিয়া কাপ হবে ◈ এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ ◈ গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা ◈ এডিবি-আইএমএফের সহায়তা না পেলেও বাস্তবসম্মত বাজেট দেবো : অর্থ উপদেষ্টা ◈ রাখাইনে মানবিক করিডোর দেয়া নিয়ে বিতর্ক, নানা মন্তব্য

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১১:০৪ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল, শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রা‌নে চেন্নাই‌কে হারা‌লো আর‌সি‌বি

স্পোর্টস ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে জিততে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের প্রয়োজন ১৫ রান। উইকেটে মহেন্দ্র সিং ধোনি ও রবীন্দ্র জাদেজা। ধোনি নিজের সেরা সময়ে থাকলে এমন ম্যাচে যে কেউ চেন্নাইয়ের হয়েই বাজি ধরতেন। এমনকি জিতেও জেতেন হয়তো। চেন্নাইয়ের একনিষ্ট ভক্তরাও এমন ম্যাচে ধোনির পক্ষে বাজি লাগাতে চাইবেন না। এর প্রমাণ মিলেছে বেঙ্গালুরুর বিপক্ষেই। --- ক্রিক‌ফ্রেঞ্জি

বেঙ্গালুরুর দেয়া ২১৪ রানের লক্ষ্যে খেলতে নেমে চেন্নাই থেমেছে ২১১ রানে। হাতের মুঠোয় থাকা ম্যাচে ৮ বলে ১২ রান করে আউট হয়েছেন ধোনি। অন্যপ্রান্তে জাদেজা দারুণ চেষ্টা করেও দলকে জেতাতে পারেননি। বৃথা গেছে তার ৪৫ বলে ৭৭ রানের লড়াকু ইনিংস। শেষ পর্যন্ত ২ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে চেন্নাইকে। ১১ ম্যাচে ৮ জয়ে প্লে অফের অনেক কাছে পৌঁছে গেছে বেঙ্গালুরু।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই শেখ রশিদের উইকেট হারায় চেন্নাই। তিনি ১৪ রান করে আউট হন তিনি। এরপর স্যাম কারান ফেরেন মাত্র ৫ রান। সেখান থেকেই দলের হাল ধরেন আয়ুস মাহাত্রে ও জাদেজা। এই দুজনে ১১৪ রানের জুটি গড়ে চেন্নাইকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। সেঞ্চুরির আশা জাগিয়ে মাহাত্রে ৪৮ বলে ৯৪ রান করে আউট হন।

এরপর জাদেজা একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে ব্যাটারদের আসা যাওয়ায় ম্যাচ হারে চেন্নাই। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন লুঙ্গি এনগিদি। আর একটি করে উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া ও ইয়াস দয়াল। ১০ ম্যাচের মধ্যে ৮টিতে হেরে চেন্নাইয়ের বিদায় এই ম্যাচ দিয়েই অনেকটা নিশ্চিত হয়ে গেল।

এর আগে এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বেঙ্গালুরুকে দারুণ শুরু এনে দেন জ্যাকব বেথেল ও বিরাট কোহলি। কোহলিকে দর্শক বানিয়ে অন্যপ্রান্তে ঝড় তুলতে থাকেন ইংলিশ এই ওপেনার। কোহলিকে সঙ্গে নিয়ে গড়েন ৯৭ রানের জুটি। দারুণ শুরু পেলেও হাফ সেঞ্চুরির পরই থামে বেথেলের ইনিংস।

৩৩ বলে ৫৫ রান করে আউট হন তিনি। এরপর বিরাট কোহলিও হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৩৩ বলে ৬২ রান করে আউট হন। দেবদূপ পাডিকালের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৭ রান। আর বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদারের ব্যাট থেকে আসে ১৫ বলে ১১ রান। উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা ৮ বলে মারর ৭ রান করে আউট হন।

পঞ্চম উইকেটের পর ব্যাটিংয়ে রীতিমতো ঝড় বইয়ে দেন রোমারিও শেফার্ড। শেফার্ড যখন ক্রিজে এলেন তখন ম‍্যাচের বাকি কেবল ১৪ বল। আর তাতেই হাফ সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান এই ক্যারিবীয় অলরাউন্ডার। ১৪ বলে হাফ সেঞ্চুরি করে আইপিএলের দ্রুততম রেকর্ডে লোকেশ রাহুল ও প্যাট কামিন্সের পাশে বসেছেন তিনি।

তাদের চেয়ে কম বলে হাফ সেঞ্চুরি আছে শুধু ইয়াশভি জায়সাওয়ালের। শেফার্ডের ঝড়ের ঝাঁপটা সবচেয়ে বেশি লেগেছে খলিল আহমেদের ওপর। এই পেসারের এক ওভারে ২৯ রান নেন এই ক্যারিবীয় ব্যাটার। আর ইনিংসের শেষ ওভারে মাথিশা পাথিরানাকে দুটি করে চার ছয়ে ১৪ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন শেফার্ড। অন্যদিকে ২ রান করে ব্যাটিং করছিলেন টিম ডেভিড। চেন্নাইয়ের বোলারদের মধ্যে একাই ৩ উইকেট নেন পাথিরানা। আর একটি করে উইকেট নেন নূর আহমেদ ও স্যাম কারান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়