শিরোনাম
◈ জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি ও আসন্ন নির্বাচনী রাজনীতি‌তে কোন সমীকরণ কাজ কর‌ছে ◈ পর্যাপ্ত প্রমাণ মেলেনি, ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত পা‌কিস্তা‌নের ক্রিকেটার হায়দার আ‌লি  ◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায়

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতের আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেছেন বলে রোববার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পর্ষদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। তাই অনেকদিন ধরেই তিনি পদত্যাগ করবেন বলে গুঞ্জন ছিল। গত বৃহস্পতিবার সর্বশেষ পর্ষদ সভায় তিনি পদত্যাগ করেছেন। তার পরিবর্তে প্রতিষ্ঠানের সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার আলোচনা চলছে।

তবে ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। ফলে এখনো ব্যাংকটির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে তার নাম রয়েছে।

ব্যারিস্টার খায়রুল আলমের পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তার সঙ্গে তাৎক্ষণিক কথা বলাও সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়