শিরোনাম
◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে ◈ গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় ২ জন আটক (ভিডিও) ◈ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন ◈ স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী, নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনা (ভিডিও) ◈ বাংলাদেশে সংবাদ প্রকাশে অনেক সংস্থা ডমিনেট করে, এজন্য সংবাদ প্রকাশ করা যায় না: একে আজাদ ◈ রান নিতে গিয়ে ক্রিকেটা‌রের পকেট থেকে মোবাইল ফোন পড়ে গেলো, ভিডিও ভাইরাল ◈ নির্বাচন ঘিরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা, গুজব রোধে তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ◈ নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ আই‌পিএল- শেষের নাটকীয়তায় কলকাতা নাইটরাইডার্স জিত‌লো ১ রা‌নে  ◈ আইপিএলে ৬ বলে ৬ ছক্কার রেকর্ড

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০৯:৩১ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

কাজের মান যাচাইয়ের পর ঠিকাদারদের বিল দেবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক : সংস্কার ও উন্নয়নমূলক কাজের গুণগতমান নিশ্চিত হলে এবং তা যাচাইয়ের পর ঠিকাদারদের বিল দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। রোববার (৪ মে) গুলশান নগরভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কাজের অগ্রগতি, গুণগতমান, গতিশীলতা নিশ্চিতকরণ সংক্রান্ত সভায় এ কথা বলেন তিনি।

প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ পেয়ে বা বিল পেতে কোনোরূপ দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না। ঠিকাদার বা কর্মকর্তা কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত ঠিকাদারদের নির্দেশনা প্রদান করে তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় সব সংস্কার ও উন্নয়নমূলক কাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংস্কার ও উন্নয়নমূলক কাজের গুণগতমান নিশ্চিত করতে হবে, গুণগতমান যাচাইয়ের পরেই বিল প্রদান করা হবে।

তিনি বলেন, সংস্কার ও উন্নয়ন কাজ চলমান থাকলে সেখানে জনদুর্ভোগ ও পরিবেশ দূষণ কমাতে চট দিয়ে ঢেকে দিতে হবে। সাইনবোর্ড থাকতে হবে যেখানে ঠিকাদার পরিচয়, কাজ শুরু, শেষের তারিখ এবং যোগাযোগের ঠিকানা থাকতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিনসহ ডিএনসিসির কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়