কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর শংখ নদী থেকে ডুবাই প্রবাসী আবু সৈয়দ (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার পরিবারের সদস্যদের অগোচরে শংখনদীতে পড়ে নিখোঁজ এর পর রবিবার (৪ মে) সকালে শংখ নদীর তৈলারদ্বীপ সেতুর নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত প্রবাসী আবু সৈয়দ উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড তেচ্ছিপাড়া এলাকার মৃত জামাল আহমদের পুত্র। সে ডুবাই এর শারজায় প্রবাসী হিসাবে কর্মরত থাকলে এপ্রিলের ২৮তারিখ সে দেশে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার বিকেল থেকে হঠাৎ প্রবাসী আবু সৈয়দ বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। রবিবার সকালে স্থানীয়রা সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুর নিচে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশের সহায়তায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পারিবারিক সুত্র মতে, প্রবাসী আবু সৈয়দের মৃত্যু রহস্যজনক। বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর সাঙ্গু নদীতে তার লাশ পাওয়া যায়।
বাঁশখালী থানার রামদাশ হাট পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী বলেন, সে শনিবার সবার অগোচরে শংখ নদীতে পড়ে গেলে বিষয়টি পুলিশ অবহিত করেনি । রবিবার শংখনদীর তৈলারদ্বীপ সেতুর নিচ থেকে লাশ পাওয়ার পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়সা তদন্ত ছাড়া লাশ দাফন করা হয় বলে তিনি জানান । এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে বলে জানিয়েছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি )সাইফুল ইসলাম।