শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মোহা‌মেডা‌নের তাওহীদ হৃদয় আবা‌রো শা‌স্তি পে‌লেন, খেল‌তে পার‌বেন না আবাহনীর বিরু‌দ্ধে

স্পোর্টস ডেস্ক ;  ক্রিকে‌টে এ‌কের পর এক নিয়মকানুন লঙ্ঘন কর‌ছেন তাও‌হীদ হৃদয়, তা‌কে নি‌য়ে ক্রিকেটাঙ্গ‌নে সমা‌লোচনার শেষ নেই, তাই আবা‌রো পড়‌লেন নিষেধাজ্ঞার জা‌লে, এই ক্রিকেটার নানা নাটকীয়তার পর শাস্তি একবছর স্থগিত করেছি‌লো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই শনিবার (২৬ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের জার্সিতে খেলতে নেমেছিল দলের অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্ত মাঠে নেমেই ফের শাস্তি পেলেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটার।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তষ্ট প্রকাশ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। নামের পাশে ৮ ডিমেরিট থাকাতে হৃদয় নতুন করে নিষিদ্ধ হতে পারেন চার ম্যাচ। তাই খেলতে পারবেন না  আবাহনীর বিপক্ষে ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ ।

শনিবার (২৬ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তাওহীদ হৃদয়। ব্যাট হাতে এদিন তিনি ৫৪ বলে ৩৭ রান করেন। তবে আউট হওয়ার পরই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। ক্যাচ দিয়ে আউট হওয়ার পর ক্রিজে দাঁড়িয়ে হতাশার সঙ্গে আম্পায়ারের দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু ইঙ্গিত করে কথা বলছিলেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি বিরক্তি ও অসন্তোষ দেখানোয় তাকে নতুন করে শাস্তি প্রদান করা হয়েছে।

এই ঘটনায় তাওহীদ হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে আরও ১টি ডিমেরিট পয়েন্ট। এই ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার ফলেই সমস্যার সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে এখন তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে ৮-এ।

নিয়ম অনুযায়ী, ৮ ডিমেরিট পয়েন্ট হলে চার ম্যাচ নিষিদ্ধ হন ক্রিকেটাররা। ফলে শাস্তির খড়গ নেমে এসেছে তাওহীদ হৃদয়ের উপর। ডিপিএলের শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মোহামেডান তাদের অধিনায়ক ও গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হৃদয়কে পাবে না। আগের শাস্তি এক বছরের জন্য স্থগিত করার পরদিনই নতুন করে এই শাস্তি পেলেন ২৪ বছর বয়সী জাতীয় দলের এই ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়