শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ১১:১৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মোহা‌মেডা‌নের তাওহীদ হৃদয় আবা‌রো শা‌স্তি পে‌লেন, খেল‌তে পার‌বেন না আবাহনীর বিরু‌দ্ধে

স্পোর্টস ডেস্ক ;  ক্রিকে‌টে এ‌কের পর এক নিয়মকানুন লঙ্ঘন কর‌ছেন তাও‌হীদ হৃদয়, তা‌কে নি‌য়ে ক্রিকেটাঙ্গ‌নে সমা‌লোচনার শেষ নেই, তাই আবা‌রো পড়‌লেন নিষেধাজ্ঞার জা‌লে, এই ক্রিকেটার নানা নাটকীয়তার পর শাস্তি একবছর স্থগিত করেছি‌লো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই শনিবার (২৬ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী ক্রিকেটার্সের বিপক্ষে মোহামেডানের জার্সিতে খেলতে নেমেছিল দলের অধিনায়ক তাওহীদ হৃদয়। কিন্ত মাঠে নেমেই ফের শাস্তি পেলেন জাতীয় দলের এই ডানহাতি ব্যাটার।

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তষ্ট প্রকাশ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়। নামের পাশে ৮ ডিমেরিট থাকাতে হৃদয় নতুন করে নিষিদ্ধ হতে পারেন চার ম্যাচ। তাই খেলতে পারবেন না  আবাহনীর বিপক্ষে ডিপিএলের শিরোপা নির্ধারণী ম্যাচ ।

শনিবার (২৬ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তাওহীদ হৃদয়। ব্যাট হাতে এদিন তিনি ৫৪ বলে ৩৭ রান করেন। তবে আউট হওয়ার পরই আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। ক্যাচ দিয়ে আউট হওয়ার পর ক্রিজে দাঁড়িয়ে হতাশার সঙ্গে আম্পায়ারের দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু ইঙ্গিত করে কথা বলছিলেন তিনি। আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি বিরক্তি ও অসন্তোষ দেখানোয় তাকে নতুন করে শাস্তি প্রদান করা হয়েছে।

এই ঘটনায় তাওহীদ হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে আরও ১টি ডিমেরিট পয়েন্ট। এই ১টি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার ফলেই সমস্যার সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে এখন তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে ৮-এ।

নিয়ম অনুযায়ী, ৮ ডিমেরিট পয়েন্ট হলে চার ম্যাচ নিষিদ্ধ হন ক্রিকেটাররা। ফলে শাস্তির খড়গ নেমে এসেছে তাওহীদ হৃদয়ের উপর। ডিপিএলের শিরোপা নির্ধারণী গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মোহামেডান তাদের অধিনায়ক ও গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হৃদয়কে পাবে না। আগের শাস্তি এক বছরের জন্য স্থগিত করার পরদিনই নতুন করে এই শাস্তি পেলেন ২৪ বছর বয়সী জাতীয় দলের এই ব্যাটার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়