শিরোনাম
◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ◈ মার্কিন শুল্কছাড়ে লাভবান বাংলাদেশ, ধস নেমেছে ভারতের টেক্সটাইল শেয়ারবাজারে ◈ বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার পাবে সোনামসজিদ স্থলবন্দর: নৌ উপদেষ্টা ◈ চাঁপাইনবাবগঞ্জে 'সমন্বয়ক' পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক ◈ শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ দুই গ্রুপের সংঘর্ষ (ভিডিও) ◈ এনসিপির পদযাত্রা কতটা সাড়া ফেললো? ◈ কুমিল্লার চান্দিনায় সব্জি বাগানের আড়ালে গাঁজা চাষ

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বড় দুই ভাই টম ও স্যাম কারান ইংল্যান্ডের হ‌য়ে খেল‌লেও বাবার দেশের হয়ে খেলছেন বেন কারান!

স্পোর্টস ডেস্ক: বাবা একটা সময় খেলেছেন জিম্বাবুয়ের হয়ে। কিন্তু বড় দুই ভাই টম কারান ও স্যাম কারান খেলছেন ইংল্যান্ডের জার্সিতে। ইংলিশদের হয়ে বিশ্বকাপ জয়ের স্বাদও পেয়েছেন স্যাম কারান। যার কারণে ছোট ভাই বেন কারান ছিলেন দ্বিধাদ্বন্দে! কোন দেশের হয়ে খেলবেন সেটা নিয়ে। -- ডেই‌লি ক্রিকেট

তবে বেন কারান বেছে নিয়েছেন বাবার দেশ জিম্বাবুয়েকে। দেশটির হয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে বেনের। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট জয়ী দলের সদস্য ছিলেন বেন। দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে বাবার দেশের হয়ে খেলার ব্যাখ্যা দিয়েছেন বেন কারান।

তিনি বলেন, ‘জিম্বাবুয়েতে আমার জন্ম। পরিস্থিতির কারণে ইংল্যান্ডে চলে যাই, তবে সুযোগ পেয়ে ফিরে এসেছি। জিম্বাবুয়ের হয়ে খেলা আমার কাছে গর্বের, আমি এই অভিজ্ঞতা দারুণ উপভোগ করছি।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রথম টেস্ট জিতলেন বেন কারান। বাংলাদেশকে দ্বিতীয় টেস্টেও হারাতে আত্মবিশ্বাসী বেন। তবে জিম্বাবুয়ের এ ব্যাটার মানছেন কাজটা সহজ হবে না।

বেন কারান বলেন, 'অবশ্যই প্রত্যাশা করছি বাংলাদেশ আমাদের উপর চড়াও হবে। একদমই আশা করছি না যে এটা খুব সহজ ম্যাচ হবে। টেস্ট ক্রিকেট অনেক কঠিন। যদি জিততে চান তাহলে কঠোর পরিশ্রম করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়