শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩০ আগস্ট, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আজ আবাহনী ও বসুন্ধরা কিংস  ফেডারেশন কাপ ফাইনালে মুখোমুখি

নিজস্ব প্রতি‌বেদক: দে‌শিয় ফুটব‌লের দুই পরাশ‌ক্তি আবাহনী ও বসুন্ধরা কিংস দীর্ঘ ৬ বছর পর আবারও ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে। শিরোপা নির্ধারণী এই ম‌্যাচ ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে বিকেল ২টা ৪৫ মিনিটে।

২০১৮ সালে শীর্ষ ফুটবলে পা রেখেই ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে মাঠে নেমেছিল বসুন্ধরা কিংস। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দুই দলের সেই প্রথম ফাইনাল লড়াইয়ে আবাহনী ৩-১ গোলে জয়লাভ করে ফেডারেশন কাপে তাদের হ্যাটট্রিক শিরোপা নিশ্চিত করেছিল। এরপর আর দুই দলের ফেডারেশন কাপ ফাইনালে দেখা হয়নি।

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড এবার অনেক সংকটের মধ্যেও দল গড়ে লিগে ভালো অবস্থানে আছে। পাশাপাশি জায়গা করে নিয়েছে ফেডারেশন কাপ ফাইনালে। দুই আসর পর ফাইনালে উঠে আবাহনী সমর্থকরা নতুন করে শিরোপার স্বপ্ন দেখছেন। জিতলে এটি হবে ফেডারেশন কাপে আবাহনীর ১৩তম শিরোপা,যা এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ১১ বারের ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন মোহামেডানকে আরও এক ধাপ ছাড়িয়ে যেতে সাহায্য করবে।

ফেডারেশন কাপেরই প্রথম কোয়ালিফায়ারে ১০ জনের দল নিয়েও আবাহনী হারিয়েছিল কিংসকে। কেবল ফেডারেশন কাপেই নয়,লিগের প্রথম পর্বেও তারা কিংসকে হারায় বিদেশি খেলোয়াড় ছাড়াই। মধ্যবর্তী দলবদলে দুইজন বিদেশি যোগ করে শক্তি বাড়িয়েছে মারুফুল হকের দল।

অন্যদিকে,ঘরোয়া ফুটবলের নতুন পরাশক্তি বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ জিতেছে ৩ বার। সর্বশেষ আসরে মোহামেডানকে হারিয়ে শিরোপা উদ্ধার করেছিল তারা। এবার আবাহনীকে হারিয়ে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ কিংসের সামনে। তারা ফাইনালে উঠেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে রহমতগঞ্জকে হারিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়