শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লা লিগায় ‌তিন গো‌লে পি‌ছি‌য়ে থাকা বা‌র্সেলোনা জিত‌লো ৪-৩ গো‌লে 

স্পোর্টস ডেস্ক ; অ‌বিশ্বাস‌্য এক জয় পে‌লো বা‌র্সেলোনা, তিন গো‌লে পি‌ছি‌য়ে দল‌টি এভা‌বে ঘু‌রে দাঁড়া‌বে তা হয়‌তো ভক্ত‌দের কল্পনায়ও আ‌সে‌নি, বার্সা সেটা দে‌খি‌য়ে দি‌লো, স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে রোমাঞ্চকর এক ম্যাচে ৩-১ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। যোগ করা সময়ে রাফিনহার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে লিগ শিরোপার রেসে ভালোভাবেই এগিয়ে থাকলো ফ্লিকের দল।

শনিবার (১৯ এপ্রিল) লুইস কোম্পানি অলিম্পিক স্টেডিয়ামে সেল্টা ভিগোকে আতিথ্য দেয় বার্সেলোনা।

ম্যাচের শুরুতেই লিড নেয় কাতালানরা। ১২তম মিনিটে স্বাগতিক হয়ে প্রথম গোল করেন ফেরান তোরেস। এরপরই, শুরু হয় সেল্টা ভিগোর আক্রমণ। বার্সার গোলরক্ষক শেজনির ভুল কাজে লাগিয়ে প্রথমে গোল শোধ দেন ইগলেসিয়াস। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর খেই হারায় বার্সা। ফ্রেংকি ডি ইয়ংয়ের ভুলে আরও একটি সুযোগ পান ইগলেসিয়াস। ম্যাচের ৬২তম মিনিটে ইগলেসিয়াসের হ্যাটট্রিকে চাপে পড়ে বার্সা।

দুই মিনিট পর ওলমোর গোলে ব্যবধান কমায় কাতালানরা। ফ্লিকের দল সমতায় ফেরে রাফিনিয়ার গোলে। শেষ মুহূর্তে ওলমো নিজেই ডি-বক্সে ফাউলের শিকার হলে, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। চাপের মুহূর্তে দায়িত্ব নেন রাফিনহা এবং সফল স্পটকিকে নিশ্চিত করেন ৪-৩ গোলের জয়।

এই জয়ে ৭ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ৩২ ম্যাচে বার্সার ৭৩ পয়েন্টের বিপরীতে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৬। অপরদিকে, ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে অ্যাটলেটিকো মাদ্রিদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়