শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৪:১০ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পা‌কিস্তান সুপার লি‌গের সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপ বাংলা‌দে‌শের রিশাদের মাথায়

স্পোর্টস ডেস্ক ; লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের দ্বিতীয় ম্যাচেও ৩ উইকেট নিয়ে এই আসরের সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপ মাথায় তুলেছেন রিশাদ হোসেন। বাংলাদেশের তরুণ এই লেগ-স্পিনারের ঘূর্ণি জাদুতে বড় জয় পেয়েছে তার দলও। -- অলআউট স্পোর্টস

মঙ্গলবার করাচিতে স্বাগতিক করাচি কিংসের বিপক্ষে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেন রিশাদ। ৬৫ রানের জয় পায় লাহোর।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচসেরা ফখর জামানের ৭৬ রানের সুবাদে ৬ উইকেটে ২০১ রানের সংগ্রহ পায় লাহোর। ১৯ ওভার ১ বলে ১৩৬ রানে গুটিয়ে যায় করাচির ইনিংস।

দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে যৌথভাবে এবারের আসরের সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ। তবে গড়ের দিক দিয়ে এগিয়ে থাকায় আরেক লেগ-স্পিনার পাকিস্তানের আবরার আহমেদকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেটশিকারির ক্যাপের মালিকানা এখন রিশাদের কাছে।

এদিন ম্যাচের অষ্টম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন রিশাদ। এসেই জোড়া আঘাত হানেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম বলে তুলে নেন শান মাসুদের উইকেট। যদিওবা প্রথমে লাহোরের করা কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে সিদ্ধান্ত দলের পক্ষে যায়। পঞ্চম বলে রিশাদ তুলে নেন ইরফান খানের উইকেট। লং অফে ক্যাচ নেন ড্যারিল মিচেল।

পরের ওভারে আব্বাস আফ্রিদিকে তুলে নিয়ে নিজের তৃতীয় শিকার ধরেন রিশাদ। দুর্দান্তু বোলিংয়ে প্রথম দুই ওভারে মাত্র ৪ রান দেন তিনি। নিজের পরের দুই ওভারে দেন ২২ রান।

রিশাদ ছাড়াও এদিন দলের হয়ে ৩টি উইকেট নেন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ২টি উইকেট নেন সিকান্দার রাজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়