শিরোনাম
◈ বিডিআর বিদ্রোহ নিয়ে তানিয়া আমিরের বক্তব্য বিভ্রান্তিকর ◈ শেহবাজ-জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, যে কথা হলো.. ◈ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ সংক্রান্ত চুক্তি সই: যৌথভাবে খনিজ ও জ্বালানি সম্পদ কাজে লাগাতে বিনিয়োগ তহবিল গঠন ◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থক নীতা আম্বানীকে সামনে পেয়ে যে আবদার জানালেন

স্পোর্টস ডেস্ক ; আই‌পিএ‌লে ৫ বা‌রের চ‌্যা‌ম্পিয়ন মুম্বাই ইন্ডয়ান্স চলতি আইপিএলের শুরু থেকেই ধুঁকছে। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র দু’টিতে জয়ের দেখা পেয়েছেন হার্দিক পাণ্ডিয়ারা। দলের এমন পারফরম্যান্সে হতাশ মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকেরা। তাই দলটির কর্ণধার নীতা আম্বানীকে সামনে পেয়ে রোহিত শর্মাকে আবার দলের অধিনায়ক করার অনুরোধ জানিয়েছেন এক সমর্থক।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক দিন আগে শিরডী সাইবাবার মন্দিরে গিয়েছিলেন নীতা। মন্দিরের বাইরে তার সঙ্গে দেখা হয় মুম্বাই ইন্ডিয়ান্সের এক সমর্থকের। নীতাকে সামনে পেয়ে সেই সমর্থক হাতজোড় করে অনুরোধ করেন, ‘দয়া করে রোহিতকে আবার নেতৃত্বে ফিরিয়ে আনুন।

দলের সমর্থকের এমন আবদার শুনেও মেজাজ হারাননি নীতা। হাসিমুখেই সেই সমর্থককে বলেন, ‘সবই বাবার (সাইবাবা) ইচ্ছা।’ নীতার সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকের কথা বলার সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জানা গেছে, ঘটনাটি দিল্লি ক্যাপিটালস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের আগে। রোববারের (১৩ এপ্রিল) সেই ম্যাচেই দ্বিতীয় জয় পেয়েছেন হার্দিকেরা। 

উল্লেখ্য, আইপিএলের গত মওসুমে রোহিত শর্মাকে সরিয়ে বরোদার অলরাউন্ডারকে অধিনায়ক করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। সেবারের আইপিএলেও পাঁচ বারের চ্যাম্পিয়নদের পারফরম্যান্স ভাল হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়