শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১২:৩৫ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অভিষেকের ব‌্যা‌টিং তাণ্ড‌বে হায়দরাবাদের সহজ জয়

স্পোর্টস ডেস্ক ; ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ইশান কিশান ও হেনরিখ ক্লাসেন। এমন বিধ্বংসী ব্যাটিং লাইন আপ নিয়েও আইপিএলের চলতি আসরে একের পর এক ম্যাচ হেরেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের নিলামের পর যে দলটাকে নিয়ে অনেকেই ভবিষ্যদ্বাণী করেছিলেন আইপিএলে ৩০০ করবে। সেই দলটাই কিনা ব্যাটিং নিয়ে ধুঁকছে।

অবশেষে পাঞ্জাব কিংসের বিপক্ষে চিরচেনা রূপে ফিরেছে হায়দরাবাদ। -- ক্রিক‌ফ্রেঞ্জি 

হায়দরাবাদ বললে ভুল হবে এই ম্যাচে পাঞ্জাব কিংসকে প্রায় একাই হারিয়ে দিয়েছেন অভিষেক শর্মা। এই ওপেনার ৫৫ বলে ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১০টি ছক্কার সঙ্গে তিনি মেরেছেন ১৪টি চারও।

২৪৬ রানের লক্ষ্যে খেলতে নামা হায়দরাবাদকে ১৭১ রানের ওপেনিং জুটি এনে দিয়েছেন অভিষেক ও ট্রাভিস হেড। হেড নিজেও দ্রুত গতিতে ব্যাট চালিয়েছেন শুরু থেকে। তার ব্যাট থেকে এসেছে ৩৭ বলে ৬৬ রান। এরপর ক্লাসেন ১৪ বলে ২১ ও ইশান কিশান ৬ বলে ৯ রান করে অপরাজিত থেকে হায়দরবাদের ৮ উইকেটের জয় নিশ্চিত করেছেন ৯ বল হাতে রেখেই।

হায়দরাবাদের এই রান তাড়া টি-টোয়েন্টির হিসেবে চতুর্থ সর্বোচ্চ। এর আগে ২০২৪ আইপিএলে পাঞ্জাবের দেয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরের রেকর্ডটর ওয়েস্ট ইন্ডিজের দখলে ২০২৩ সালে সাউথ আফ্রিকার দেয়া ২৫৩ রানের লক্ষ্য তাড়া করে জেতে প্রোটিয়ারা।

আর ২০২৩ সালে সারের বিপক্ষে ২৫৩ রানের লক্ষ্য তাড়া করে জেতে মিডলসেক্স। এই রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে আইপিএলের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে হায়দরাবাদ।

এর আগে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। শ্রেয়াস আইয়ারের ৩৬ বলে ৮৬ রানের ইনিংসে ও মার্কুস স্টইনিসের ১১ বলে ৩৪ রানের ক্যামিওতে ভর করে প্রায় আড়াইশর পুঁজি পায় পাঞ্জাব। হায়দরাবাদের হয়ে ৪টি উইকেট নেন হার্শাল প্যাটেল। দুটি উইকেট নেন জিসান আনসারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়