শিরোনাম
◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও) ◈ ‘আইএমএফ বেশি শর্ত দিলে সরে আসবে বাংলাদেশ’ ◈ যাই করো আ.লীগ করো না, সাকিবকে বলেছিলেন মেজর হাফিজ! (ভিডিও)

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৫, ০৬:১১ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধূমপান করতে চাচ্ছেন তামিম, ডাক্তারের ‘না’ (ভিডিও)

চরম জীবনঝুঁকির মধ্যে পড়েছিলেন তামিম ইকবাল। একটু এদিক-সেদিক হলেই হতে পারতো মৃত্যু। সাভারের বিকেএসপিতে হার্ট অ্যাটাকের পর কেপিজে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি। বর্তমানে এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে আছেন বাংলাদেশর সাবেক এই অধিনায়ক। ধকল সামলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এরই মধ্যে চিকিৎসকরা তাকে নিয়ে বিস্ফোরক এক তথ্যই দিলেন।

তামিম নাকি ধূমপান করতে চেয়েছেন। তবে চিকিৎসকরা তাকে ধূমপান ছাড়তে বলেছেন। যদিও তামিম আস্তে আস্তে এই অভ্যাস ছাড়তে চেয়েছেন। তবে শক্ত সিদ্ধান্ত চিকিৎসকের, এই অভ্যাস আর নয়। 

এভারকেয়ারে তামিমের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এখন যেটা হবে, সেটা হলো পুনর্বাসন। ওর যে রিস্কগুলো আছে, সেটি কমানো। সে ধূমপায়ী। তাকে ধূমপান ছাড়তে হবে। ধূমপান হঠাৎ করে ছাড়তে পারবে না। সে বলছিল ভেপের কথা। আমি বলেছি, ভেপও নিতে পারবে না। ভেপে ক্যানসারের ঝুঁকি থাকে। তারপর সে বুঝল। তামিম সিগারেট খেতে চাচ্ছে। আমরা সিগারেট খাওয়ার অনুমতি দিচ্ছি না।’

যদিও তামিমের ব্যক্তিগত গোপনীয়তা প্রকাশ্যে আনায় চিকিৎসকও সমালোচিত হচ্ছেন। এদিকে, তামিমের জন্য নাকি মনোবিদও নিয়োগ করা হয়েছে। হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তিনি। তাই একজন মনোবিদের সঙ্গে কাজ করবেন সামনের দিনগুলোতে।

তামিম এভারকেয়ারে থাকলেও ঝুঁকি কমানোর জন্য তাাকে বিদেশে নেওয়া হতে পারে বলে গতকাল জানিয়েছেন তার চাচা আকরাম খান। তিনি বলেন, ‘আগামী দু-তিন দিন যদি অবস্থা স্থিতিশীল থাকে, তাহলে তাকে বাসায় নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী পর্যায়ে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার পরিকল্পনাও আছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়