শিরোনাম
◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৭:১৫ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অস্ট্রেলিয়ান পিটার সিডল প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করলেন ৭ উইকেট নিয়ে 

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালেই  অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারটা শেষ করেছিলেন। এরপর থেকে ঘরোয়া ক্রিকেটেই গতির ঝড় তুলে যাচ্ছিলেন পিটার সিডল। ৪০ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে শেষটাও করলেন দুর্দান্তভাবেই। নিজের শেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে লাল বলের ক্যারিয়ারের ইতি টেনেছেন তিনি।

মঙ্গলবার (১৮ মার্চ) পার্থের ওয়াকায় ভিক্টোরিয়ার হয়ে ম্যাচের শেষ উইকেট তুলে নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারের ইতি টানেন সিডল। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে তিনি শিকার করেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট তুলে নিয়ে দলকে ম্যাচ জেতান ৩৪ রানে। ২০০৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া সিডল তার ক্যারিয়ার শেষ করলেন ৭৯২ উইকেটে। এ সময় তিনি ম্যাচ খেলেছেন ২৩১টি।

অস্ট্রেলিয়ার হয়ে ২০০৮ সালে টেস্ট অভিষেকের পর থেকে জাতীয় দলে এই ফরম্যাটের বিশেষজ্ঞ হিসেবেই খেলেছেন সিডল। ৬৭ ম্যাচে তার শিকার ছিল ২২১টি। ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন আটবার। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে অ্যাশেজে নিজের জন্মদিনে করেছিলেন হ্যাটট্রিক।

অন্যদিকে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে ৩৩২ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করলেন সিডল। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ২৭ বার। এই প্রতিযোগিতার শীর্ষ ১৫ উইকেট শিকারিদের একজন তিনি। আর এবারের মৌসুমে ৫ ম্যাচে তার শিকার ২৪ উইকেট।

বয়স ৪০ পেরুনোর এই পেসার এবারের ঘরোয়া মৌসুমে বল হাতে নিয়মিতই ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করেছেন। গতির ঝড় তুলে বিগ ব্যাশে ওভার প্রতি ৮ রানের কম দিয়ে শিকার করেন ১২ উইকেট। অন্যদিকে ঘরোয়া ওয়ানডে কাপে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়