শিরোনাম
◈ জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: নিহতদের মধ্যে ৭ শিশুসহ আট জনের মরদেহ হস্তান্তর ◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ১১:১০ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০২:৪২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান

শাসক পাল্টিয়েছে কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও চব্বিশের গণ-অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও নির্যাতনের শিকার পেশাজীবীদের সম্মাননায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা সোয়া ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুরু হয়। 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন, তাদের প্রতি বিএনপি’র পক্ষ থেকে আহ্বান- দয়া করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি। জনগণের এমন একটা ধারণা যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার ক্ষেত্রে একটি বিশাল বড় সংকেত, সংকট হবে সেটা। এজন্য বারবার বলতে চাই, জীবন দিয়ে যেসব বীর সন্তানরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছেন, এখন আমাদের সেসব শহীদদের ঋণ পরিশোধের পালা। 

তিনি বলেন, যারা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে সরকারের ওপর নিজেদের খবরদারি বহাল রাখতে চায়, সরকারের ওপর প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল করতে চায় বা নিজেদের আখের গোছাতে চায়- তাদেরকেই আমরা দেখছি, জাতীয় নির্বাচনকে সুকৌশলে বাধা সৃষ্টি করছে। এটি এখন বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। গণ-অভ্যুত্থানে কৃতিত্ব কোনো একক গোষ্ঠী কিংবা দলের নয়। নিত্য-নতুন রাজনৈতিক হিসাবনিকাশ বা মেরূকরণের আড়ালে আমরা গণ-অভ্যুত্থানের সকল শহীদদের আত্মত্যাগের কথা যেন ভুলে না যাই।   

তারেক রহমান বলেন, আমরা দেখছি, অনেক রাজনৈতিক দল হঠাৎ করেই দেশে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি করছে। বাংলাদেশে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা প্রবর্তনের অর্থ রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ এবং চরমপন্থা বিকাশের পথ সুগম করে দেয়া। সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে কিংবা উঠবে। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা কোনোভাবেই চালু হওয়া উচিত না। এ ধরনের দাবি উত্থাপনের বিষয়টিকে কোনো কোনো দল গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখলেও দেশ এবং জনগণের স্বার্থে বিএনপি মনে করে, বাংলাদেশ সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার জন্য উপযোগী নয়।   

অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণে তিনি বলেন, সরকার পরিচালনায় গৃহীত কার্যক্রমের মধ্যে অগ্রাধিকার কতোগুলো ইস্যু বোধহয় থাকা উচিত। কারণ, রাষ্ট্র মেরামতের লক্ষ্যে সরকারের বিভিন্ন তালিকায় যদি নিত্য-নিয়মিত নতুন ইস্যু সংযুক্ত হয়, তাহলে বিভিন্ন রকম সমস্যাও দেখা দিতে পারে। 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদগণ শুধুমাত্র একটা সংখ্যা নয়। কারণ, একটি প্রাণের সমাপ্তির অর্থ হলো, একটি পরিবারের মৃত্যু, একটি স্বপ্নের অবসান। অথচ আমরা দেখছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যার কাছে দেশের প্রত্যেকটি শ্রেণি-পেশার মানুষের আকাক্সক্ষা আছে, তারা রাষ্ট্র এবং রাজনীতি সংস্কারের জন্য অনেক সময় ব্যয় করছেন। মাসের পর মাস ব্যয় করছেন। কিন্তু এই এক বছরেও গণ-অভ্যুত্থানের শহীদদের একটি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি। 

তিনি বলেন, গত এক বছরে শহীদদের সংখ্যা বা একটি তালিকা চূড়ান্ত করতে না পারার বিষয়টি ভবিষ্যতের ইতিহাসে আমাদের সকলের জন্য চূড়ান্ত ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। গণ-অভ্যুত্থানের কৃতিত্বকে কুক্ষিগত করার জন্য অনেককে আমরা দেখি খুব তৎপর, বিভিন্নভাবে তৎপর। শহীদদের তালিকা তৈরি করার ক্ষেত্রে যদি এই তৎপরতা থাকতো, তাহলে হয়তো এতদিনে চূড়ান্ত করতে পারতাম। 

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে জনগণের কাঁধে একটা ফ্যাসিবাদী শাসন চেপে বসেছিল। এই স্বৈরশাসন হটানোর জন্য শিক্ষক, পেশাজীবী, সাংবাদিক, শ্রমজীবী-কর্মজীবী মানুষ সবাই রাজপথে নেমে এসেছিল। আজকে অবশ্যই স্বীকার করতে হবে, জুলাই-আগস্টের আন্দোলনকে গণ-অভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে শ্রমজীবী এবং পেশাজীবী মানুষের অবদান ও আত্মত্যাগ সব চাইতে বেশি।

জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনায় সুযোগ পেলে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা এবং প্রতিষ্ঠানের নামকরণ শহীদদের নামে করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ সময় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একইসঙ্গে আহতদের সুস্থতা কামনা করেন তিনি। 

অনুষ্ঠানে জুলাই-আগস্ট এবং গতকালের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ ছাড়া জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তবে বিমান দুর্ঘটনার জন্য দলীয় সংগীত পরিবেশন স্থগিত করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের শাসন আমলের দুঃশাসনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় এবং পেশাজীবীদের ভূমিকা নিয়ে একটি স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্য ও আহতদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেয়া হয়। 

বিএসপিপি’র আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব কাদের গনি চৌধুরী ও ড. মোর্শেদ হাসান খানের সঞ্চালনায় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস, সাংবাদিক রুহুল আমিন গাজীর ছেলে আফফান আবরার আমিন, শহীদ ব্রিগেডিয়ার আব্দুর রহিমের ছেলে আবরার রহিম, শহীদ সাংবাদিক হাসান মেহেদীর বাবা মোশাররফ হোসেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মাহির সরওয়ার মেঘ, মেডিকেল টেকনোলজিস্ট শহীদ মুক্তাক্কিন বিল্লাহ’র স্ত্রী নাঈম এরিন মিতুসহ আহত শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। এ ছাড়া অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারাসহ বিভিন্ন পেশাজীবী এবং বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়