শিরোনাম
◈ উত্তরায় বিমান বিধ্বস্ত: দগ্ধদের সেবায় ডা. তাসনিম জারার ৭ পরামর্শ ◈ 'উত্তরা মাইলস্টোন কলেজ তৈরি করার সময় বাধা দেওয়া হয়েছিল' (ভিডিও) ◈ দগ্ধ শরীরে শিশুদের বাঁচানোর চেষ্টা করা সেই শিক্ষিকার মৃত্যু ◈ রক্তের জন্য মাইকিং : বার্ন ইউনিটে কান্নায় ভারী পরিবেশ, স্বজনদের আহাজারি ◈ পোড়া বাচ্চাটি দৌড়াচ্ছে সবাই ভিডিও করছে কিন্তু ধরছে না! ◈ শাসক পাল্টিয়েছে, কিন্তু শাসনের চরিত্র বোধহয় পাল্টায়নি: তারেক রহমান ◈ আমার বলার কোনো ভাষা নেই, আগুনে পুড়ে যাওয়া শিশুদের মা-বাবাকে আমরা কী জবাব দেব: ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫, ০৮:৫৭ রাত
আপডেট : ২২ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জব্দ ৫০ কেজি কুচিয়া ও দুই শতাধিক কাকড়া ধরার ফাঁদ

সুন্দরবনে নিষেধাজ্ঞা ভেঙে কাকড়া শিকার, সুপতিতে ৪ জেলে আটক

এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে নিষিদ্ধ সময়েও   থামছেনা কাকড়া ও মাছ শিকার। রবিবার (২০ জুলাই) গভীর রাতে সুপতি এলাকার খালে অবৈধভাবে কাকড়া ধরার সময় ১টি নৌকাসহ ৪ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে দুইশতাধিক কাকড়া ধরার চারু ও ৫০ কেজি কুচিয়া।

বনবিভাগ সূত্রে জানা যায়, পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি ষ্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ ফয়সাল আলমের নেতৃত্বে বনরক্ষীরা রোববার (২০ জুলাই) দিবাগত রাতে  সুপতির আওতাধীন মরা খেজুরার শেলা সাইট খালে টহলের সময় একটি জেলে নৌকা দেখতে পায়। এগিয়ে গিয়ে বনরক্ষীরা নৌকাসহ ৪ জন জেলেকে  আটক করেন। এ সময় নৌকায়  থাকা দুইশতাধিক কাকড়া ধরার নিষিদ্ধ চারু ও ৫০ কেজি কুচিয়া  জব্দ করা হয় । আটক জেলেরা হচ্ছে, রিপন (৩০), আলী রাজ (২৪), ফরিদ (২৬), ও মনির (৪০) এদের সবার বাড়ী খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে বলে বনরক্ষীরা জানান।

সুন্দরবনে মাছ ধরায় এখন তিন মাসের নিষিদ্ধ সময় চলছে। অথচ এক শ্রেণীর জেলে নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে যাচ্ছে মাছ ধরার জন্য। প্রায়ই বনরক্ষীদের হাতে আটক হচ্ছে জেলেরা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, অবৈধভাবে সুন্দরবনে কাকড়া ধরার সময় আটক চারজনের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে তাদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়