শিরোনাম
◈ ব্যাংকের প্রতিটি শাখায় স্কুল ব্যাংকিং চালু করতে হবে ◈ দুটি কারণ পাওয়া গেছে এসএসসিতে পরীক্ষার্থী কমে যাওয়ার ◈ যে কারনে কর্মবিরতির ঘোষণা মেট্রোরেল কর্মীদের ◈ রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয় নিয়ে কেন লুকোচুরি? ◈ ভারত সফরে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি, আলোচনা হবে বাংলাদেশ নিয়েও ◈ ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪ ◈ জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি মেরেছে অন্তর্বর্তী সরকার ◈ ঈদের পর নির্বাচন ও সংস্কার দাবিতে ফের উত্তপ্ত হবে রাজনীতির মাঠ  ◈ অভ্যুত্থানের ছাত্রনেতাদের আরেকটি দল আসছে, নেতৃত্বে শিবিরের সাবেকরা ◈ দুই-একজন অপকর্ম করছে, তাদেরকে কোনভাবেই দলে রাখতে পারব না : ইশরাক

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:৫৩ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মাহমুদউল্লাহ রিয়াদের লিগ্যাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে: বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের অধ্যায় শেষ করলেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের নির্ভরযোগ্য এই অলরাউন্ডার প্রথমে ওয়ানডে থেকে অবসর নিয়ে বুধবার (১২ মার্চ) রাতে ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে অবসরের কথা জানান। তার এই সিদ্ধান্তে ক্রিকেট মহল ভারাক্রান্ত।  সতীর্থ, সমর্থক এবং ক্রিকেট সংশ্লিষ্ট সবাই তার ক্যারিয়ার নিয়ে স্মৃতিচারণ করছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) মাহমুদউল্লাহর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বোর্ড সভাপতি ফারুক আহমেদ এক বিবৃতিতে বলেছেন, এটা বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবার জন্যই বিষাদের একটা মুহূর্ত। প্রায় দুই দশক মাহমুদউল্লাহ জাতীয় দলের অন্যতম প্রধান ভরসা ছিল। ধারাবাহিকতা ও চাপের ভেতর থেকে বেরিয়ে আসতে পারার ক্ষমতা তাকে অমূল্য এক সম্পদে পরিণত করেছিল। খেলার প্রতি তার নিবেদন ও পারফরম্যান্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মানদ- তৈরি করেছে। তার লিগাসি অনুপ্রেরণা হিসেবে থেকে যাবে। 

মাহমুদউল্লাহকে বলা হয় ‘আড়ালের নায়ক’। দেশের বহু জয়ে তার অবিস্মরণীয় অবদান রয়েছে। বিসিবি সভাপতি এ বিষয়ে বলেন, ‘গুরুত্বপূর্ণ মুহূর্তে পারফর্ম করার জন্য মাহমুদউল্লাহর আলাদা একটা সুনাম ছিল বাংলাদেশ ক্রিকেটে। ব্যাট অথবা বল হাতে, সবচেয়ে দরকারি মুহূর্তে সে পারফর্ম করেছে। চ্যালেঞ্জিং সময়ে তার মাথা ঠান্ডা রাখার গুণ ও মাঠে নেতৃত্বগুণ তাকে বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সম্মানিত ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 

মাহমুদউল্লাহকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে ফারুক বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমরা মাহমুদ উল্লাহর দুর্দান্ত এক ক্যারিয়ারকে উদ্যাপন করি। একই সঙ্গে এতগুলো বছর দল ও খেলার জন্য নিবেদনের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। এ বিষয়েও আমরা আত্মবিশ্বাসী যে তার অভিজ্ঞতা বাংলাদেশ ক্রিকেটকে সমৃদ্ধ করে যাবে। 

এর আগে গতকাল এক ফেসবুক পোস্টে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানান মাহমুদউল্লাহ। তিনি লিখেছেন, ‘সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তা আল্লাহ্র। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমাকে সবসময় সমর্থন করায় আমার সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই। 

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার হলেন একমাত্র বাংলাদেশি খেলোয়াড়, যিনি ওয়ানডে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি করেছেন, যার মধ্যে দুটি সেঞ্চুরি ২০১৫ সালের বিশ্বকাপে এবং একটি সেঞ্চুরি ২০২৩ সালের বিশ্বকাপে। এই অভিজ্ঞ ক্রিকেটার দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে বাংলাদেশকে ২৩৯টি ওয়ানডে, ৫০টি টেস্ট এবং ১৪১টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। ওয়ানডেতে রান করেছেন ৫ হাজার ৬৮৯। ৩২ ফিফটির বিপরীতে করা ৪ সেঞ্চুরিই করেছেন আইসিসির টুর্নামেন্টে। সংক্ষিপ্ত সংস্করণে ৮ ফিফটিতে করেছেন ২৪৪৪ রান। আর অভিজাত সংস্করণে ৫ সেঞ্চুরিতে করেছেন ২৯১৪ রান। ফিফটি করেছেন ১৬টি। বল হাতে সব মিলিয়ে নিয়েছেন ১৬৬ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়