শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবি থেকে বেতনের ৪৮ লাখ টাকা এখনও পাননি সাকিব!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এখনও ২০২৪ সালের শেষ চার মাসের বেতন পাননি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এ তথ্য জানিয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, চার মাসের বেতন বাবদ সাকিবের প্রায় ৪৮ লাখ টাকা (৩৮ হাজার ৪০০ মার্কিন ডলার) পাওনা রয়েছে, যা কর বাদে নির্ধারিত হয়েছে। 

এর আগে, বিসিবি গত বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বোর্ড সভায় ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করে। যেখানে সাকিবকে তিন ফরম্যাটের জন্য চুক্তিবদ্ধ করা হয় লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরিফুল ইসলামের সঙ্গে।

জানা গেছে, গত নভেম্বরে রাজনৈতিক কারণে সাকিব ও তার স্ত্রীর দেশে থাকা সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। এ কারণে বিসিবি তাকে প্রাপ্য পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারছে না। আরটিভি

এ বিষয়ে বিসিবির এক কর্মকর্তা বলেন, এটা সত্যি সে (সাকিব আল হাসান) সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি। কারণ, তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে।

এদিকে সাকিব আল হাসানের বেতনের ইস্যুতে বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, সে (সাকিব) চুক্তি অনুযায়ী তার বেতনের টাকা পেয়ে যাবে। কারণ, আপনি খেলুন বা না খেলুন, চুক্তি করা আছে। আর আমরা অবশ্যই চুক্তি অনুযায়ী আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাব।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফেরেননি সাকিব। তার বিরুদ্ধে হত্যা ও প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। এরমাঝে রয়েছে তার বোলিং অ্যাকশনের নিষেধাজ্ঞাও। সবমিলিয়ে বাংলাদেশের হয়ে আর এই তারকা অলরাউন্ডারের খেলার কোনো বাস্তবতা নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়