শিরোনাম
◈ আবদুল হামিদের ঘটনায় ব্যবস্থা নিতে না পারলে আমি চলে যাবো: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ ‘বাংলাদেশে এখন হাসিনা নেই’, বিএসএফকে শাসালেন বাংলাদেশি (ভিডিও) ◈ জোড়াতালি দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়: তথ্য উপদেষ্টা ◈ ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ ◈ ভার‌তের টেস্ট দ‌লের অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে শুভমান গিল ◈ ৫ কেজি শুঁটকি দি‌য়ে এক দর্শক কিন‌লেন সেমিফাইনালের টিকিট ◈ পিএসএলের একাদশে নাহিদ রানার না থাকার কারণ জানা‌লেন কোচ মুস্তাক আহ‌মেদ ◈ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে : ডিএমপি কমিশনার ◈ কে এই মাসুদ আজহার, কেন তার নাম ভারতের 'মোস্ট ওয়ান্টেড' তালিকায়? ◈ সতর্কতা রাজস্থান-পাঞ্জাবে, পুলিশের ছুটি বাতিল-প্রস্তুত মিসাইল

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের অতিরিক্ত সুবিধা পাওয়া নিয়ে ভিভ রিচার্ডসের প্রশ্ন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বের অনেক দেশের সাবেক ও বর্তমান খেলোয়াড়রা চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে সমালোচনা করে আসছে। এবার সেই কাতারে যোগ হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ভিভ রিচার্ডস। অন্য সব দল যেখানে শহর থেকে শহর, ভেন্যু থেকে ভেন্যুতে ছুটোছুটি করেছে, ভারত সেখানে একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে খেলার সুযোগ পেয়েছে। 

বিশ্ব ক্রিকেটে এমন নজির বিরল। স্বাগতিক না হয়েও স্বাগতিকের পূর্ণ সুবিধা পাচ্ছে ভারত। অন্য দলগুলো নিজেদের সেমিফাইনাল ম্যাচের ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় থাকলেও এসব নিয়ে ভাবতে হচ্ছে না ভারতকে। সফরের কোনো ধকলই লাগেনি তাদের। 

 শুধুমাত্র ভারতের জন্য দক্ষিণ আফ্রিকা দলকে ১৬ ঘণ্টার মধ্যে করাচি থেকে দুবাই এবং দুবাই থেকে লাহোর মোট ৪ হাজার কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে। সবকিছু মিলিয়ে এটাকে অনেক বড় সুবিধা বলে মন্তব্য করে আলোচনার ঝড় তোলেন নাসের হুসেইন ও মাইকেল আথারটনের মতো সাবেক ক্রিকেটাররা।  

 এবার সে তালিকায় যুক্ত হয়েছেন ক্যারিবিয়ান কিংবন্তি স্যার ভিভ রিচার্ডস। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটারদের একজন অবশ্য ভারতকে দায়ী করছেন না। তার অভিযোগের তীর আইসিসির দিকে।

এ প্রসঙ্গে তিনি বলেন, মানুষ যখন বলে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে, তখন তাদের একটা যুক্তি থাকতেই পারে। আমার মনে হয় এমন সূচি রাজনীতির কারণে হয়েছে। আমি ওদিকে যেতে চাই না। তবে বিশ্বাস করি, ক্রিকেট পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত হলো আইসিসি। তারাই সমস্যা করছে বলে আমার ধারণা। 

আমি চাই তারা এর একটা উত্তর সামনে নিয়ে আসুক। তারা যদি ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে এখন কেন এমনটা হচ্ছে? সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি খেলাধুলা এমন একটি বিষয় যা আমাদের সবাইকে একত্রিত করতে পারে, ভক্ত এমনকি শত্রুদেরও।

বাণিজ্যিক কারণে আইসিসিতে ভারতের দাপট নতুন কিছু নয়। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হলেও বরাবরই তারা ভারতের স্বার্থ দেখে সবার আগে। জয় শাহ আইসিসির চেয়ারম্যান হওয়ার পর সেটা আরও বেড়ে গিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়