শিরোনাম
◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম ◈ সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০০ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইকেল ক্লার্কের ভবিষ্যদ্বাণী, চ্যাম্পিয়নস ট্রফি জিতবে ভারত, রোহিত শর্মা হবেন সেরা ব্যাটার 

স্পোর্টস ডেস্ক : ১৯ ফেব্রুয়ারি বুধবার মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের আসরে কারা আলো ছড়াবে আর কারা ভালো করতে পারবে না তা নিয়েই জল্পনা চলছে। বিভিন্ন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরাও নিজেদের পছন্দের দল নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

তিনি মনে করেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক হবে রোহিত শর্মা। এমনকি ভারত চ্যাম্পিয়ন হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন রোহিত। এটা দেখেও ভালো লাগছে ক্লার্কের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ফর্মও বিশেষভাবে আশা দেখাচ্ছে।

সম্প্রতি বিয়ন্ডক্রিকেট২৩ নামের একটি পডকাস্টে এসেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। সেখানে বলেছেন, ‘আমি বলব ভারত চ্যাম্পিয়ন হবে। তাদের অধিনায়ক রোহিত শর্মাও ফর্মে ফিরেছে—আমি বলব সে হবে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাকে রান করতে দেখে ভালোই লাগছে। আমি নিশ্চিত ভারতের তাকে দরকার।

এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০ ম্যাচ খেলে ৪৮১ রান করেছেন তিনি। তাও আবার ৫৩.৪৪ গড়ে। এর মধ্যে রয়েছে এক সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি। এদিকে ক্লার্কের চোখে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা বোলার হতে পারেন জফরা আর্চার। সেই সঙ্গে ইংলিশ এই পেসারকে মহাতারকা হিসেবে মূল্যায়ন করছেন ক্লার্ক।

সাবেক এই অজি অধিনায়ক বলেছেন, আমি বলব আর্চার সবচেয়ে বেশি উইকেট পাবে। আমি জানি সে ইংল্যান্ডের; আমি মনে করি না যে তারা খুব ভালো করবে। কিন্তু আমি তাকে মহাতারকা মনে করি।

সর্বশেষ আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড। এমনকি ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়েও বড় অবদান ছিল তার। চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট হওয়ার দৌড়ে নিজ দলের এই ব্যাটারকে রেখেছেন তিনি। তিনি বলেন, তার আইপিএল ফর্ম ছিল অবিশ্বাস্য। আবার ভালো কিছু করতে তৈরি আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়