শিরোনাম
◈ আত্মহত্যা নয় খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন ◈ সোমবার সকাল ১১ টায় ঢাকায় ফিরবেন বেগম  খালেদা জিয়া ◈ ‌‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপির বাড়ি-গাড়ি-জমি বিক্রির উদ্যোগ নিচ্ছে সরকার, ◈ ভারত ও পাকিস্তান আবারো সংকটে — অতীতে তারা কীভাবে উত্তেজনা প্রশমিত করেছে? ◈ বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছেই, মৃত্যু কমাতে কী করছে বাংলাদেশ? ◈ ইংল্যান্ডে জম্মগত নারীরাই ক্রিকেট খেল‌বে, নিষিদ্ধ হলেন ট্রান্সজেন্ডাররা ◈ আরব আ‌মিরা‌তের নারী ক্রিকেট দল পে‌লো ওয়ানডে স্ট্যাটাস ◈ খালেদা জিয়ার লন্ডন ফ্লাইট: নিরাপত্তা শঙ্কায় মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো দুই কেবিন ক্রুকে ◈ নিজ জেলা ও বিভাগে কাজ না জানা লোক ক্রিকেট বো‌র্ডে দরকার নেই:  তা‌মিম ইকবাল (ভিডিও) ◈ দিল্লির দাসত্ব থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের গোলামি করার জন্য নয়: মামুনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫০ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনেক কষ্টে ভ্যালেকানোকে হারালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লিগ লা লিগায় অনেক কষ্টে জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠলো বার্সেলোনা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অলিম্পিক স্টেডিয়ামে রাতে লা লিগার ম্যাচে রায়ো ভ্যালেকানোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। প্রথমার্ধে পেনাল্টি থেকে রবার্ট লেভানডোভস্কির গোল গড়ে দিয়েছে ব্যবধান। এই জয়ের ফলে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে উঠলো বার্সেলোনা।

পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। তবে বেশিভাগ সুযোগই কাজে লাগাতে পারেনি তারা। ২৩তম মিনিটে রাফিনিয়া ভালো এক সুযোগ পেয়েছিলেন গোলের জন্য। তার নেয়া শট ঠেকিয়ে দেন ভ্যালেকানো গোলরক্ষক। তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ২৮তম মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন লেভানডোভস্কি। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলস্কোরার লেভা ২৩ ম্যাচে করেছেন ২০ গোল।

দ্বিতীয় হাফেও গোলে একাধিক সুযোগ তৈরি করে বার্সেলোনা। তবে গোল করতে ব্যর্থ হয় লেভা-রাফিনিয়ারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়