শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩০ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিরাট কোহলিকে ছাড়িয়ে পাকিস্তানের বাবর আজম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই। তার পরেও তিনি দারুণ এক কীর্তি গড়েছেন।  যৌথভাবে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৬ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের এই তারকা ব্যাটার। পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি বিরাট কোহলিকে। শুক্রবার করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। এই কীর্তি গড়তে তিনি খেলেছেন ১২৩ ইনিংস। স্পর্শ করেছেন সমান সংখ্যক ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার রেকর্ড। এই মাইলফলক স্পর্শ করতে কোহলির লেগেছিল ১৩৬ ইনিংস। - অলআউট স্পোর্টস

ব্যাট হাতে সময়টা ভালো না যাওয়ায় দেরিতেই এই কীর্তি গড়লেন বাবর। তা না হলে আমলাকে সরিয়ে এই রেকর্ডটাও নিজের একারই করে নিতে পারতেন তিনি। এর আগে আমলাকে সরিয়ে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে ৫ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন ডানহাতি এই ব্যাটার।

ইনিংসের সপ্তম ওভারে পাকিস্তানের ১১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করেন বাবর। জ্যাকব ডাফির করা ওভারের তৃতীয় বলে দারুণ এক কাভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত তার ইনিংসের থামে ২৯ রানে।

২০১৫ সালের মে মাসে ওয়ানডেতে অভিষেক হওয়া বাবর ৫৫ দশমিক ৭৩ গড়ে এখন পর্যন্ত ৬ হাজার ১৯ রান করেছেন। এই ফরম্যাটে এখন পর্যন্ত হাঁকিয়েছেন দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১৯ শতক, ফিফটি ৩৪টি। ২০ সেঞ্চুরি নিয়ে এই তালিকার শীর্ষে আছেন সাঈদ আনোয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়