শিরোনাম
◈ চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন বিষয়ে যা জানালেন ◈ নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা ◈ ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, ৪ বছরে উন্নয়নে বরাদ্দ সর্বনিম্ন ◈ গাজীপুরে হত্যা মামলার আসামিদের তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগ, পুড়ে ছাই তিন বসতঘর ◈ আওয়ামী লীগের পক্ষে ফেসবুক-ইউটিউবে কথা বললেই গ্রেপ্তার! ◈ কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন? ◈ জনঅভিযোগে সাড়া দিচ্ছে সরকার: দুর্নীতি ও অনিয়ম নিয়ে ৯০৯টি ই-মেইল, শুরু হয়েছে পর্যালোচনা ও ব্যবস্থা গ্রহণ ◈ শেখ হাসিনার রাজনৈতিক ভুলে সব শেষ, খেসারত দিচ্ছেন সাধারণ কর্মীরা ◈ “নারীকে অপমান ইসলামবিরোধী কাজ”—নারী কমিশন নিয়ে সমালোচনার জবাবে ফরহাদ মজহার ◈ ভারতের ছত্তিশগড়ে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

১৭ ফেব্রুয়ারি কাতার ওপেন, চোট কাটিয়ে ফিরছেন নোভাক জকোভিচ

স্পোর্টস ডেস্ক : চোটের জন্য গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ২৪টি গ্র্যান্ডস্লামজয়ী নোভাক জকোভিচ। তবে কাতার ওপেন দিয়ে ফের কোর্টে ফিরছেন তিনি। নিজের ১০০তম এটিপি শিরোপা জেতার অপেক্ষায় বিশ্বের সাবেক নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড়।

আগামী ১৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে কাতার ওপেন। সেখানে খেলার কথা জানিয়েছেন নোভাক। যদিও চোটের জন্য রটারডাম ওপেন এবং সার্বিয়ার হয়ে ডেভিস কাপ খেলতে পারেননি তিনি। তবে কাতার ওপেনে চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য জকোভিচের। ২০১৬ এবং ২০১৭ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জকোভিচ বলেন, আমার পেশিতে এখন আর কোনো সমস্যা নেই। চোট প্রায় ১০০ শতাংশ সেরে গিয়েছে। চিকিৎসক অনুশীলন শুরু করার অনুমতি দিয়েছেন। প্রস্তুতি নিতে কোনো সমস্যা নেই। পরিশ্রম করার জন্য আমি প্রস্তুত।

তিনি আরও বলেন, দ্রুত সুস্থ হতে পেরেছি। টেনিস জীবনের প্রথম ১৫ বছরের তুলনায় এখন বেশি চোট পাচ্ছি। সম্ভবত বয়স বাড়ার জন্যই এত চোট লাগছে। তবে আমার শরীর এখনও আমার কথা শোনে। ভিতরে এখনও আগুন জ্বলছে। আরও সাফল্য অর্জন করতে চাই।

উল্লেখ্য, বিশ্বের তৃতীয় টেনিস খেলোয়াড় হিসাবে শততম খেতাব জয়ের সামনে জকোভিচ। জিমি কোনর্স (১০৯টি খেতাব) এবং রজার ফেদেরার (১০৩টি খেতাব) ছাড়া আর কারও নেই এই কৃতিত্ব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়