শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪২ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল ফায়হার বিরুদ্ধে রোনালদোর আল নাসরের দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক : মাঠ জুড়েই দাপট দেখিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। ফলে সহজেই ম্যাচ জিতেছে দল। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তারা ৩-০ গোলে হারিয়েছে আল ফায়হা এফসিকে। ম্যাচে গোল পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। পেশাদার ক্যারিয়ারে এটি তার ৯২৪তম গোল।

আল আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আল নাসর। ম্যাচের ২২তম মিনিটে প্রথম গোলের দেখা পায় দলটি। জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের অ্যাস্টন ভিলা থেকে আসা জন ডুরান গোলটি করেন। কাছ থেকে নিখুঁত ফিনিশিংয়ে আল নাসরের জার্সিতে অভিষেক ম্যাচেই গোলের খাতা খোলেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় আল নাসর।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২তম মিনিটে ডুরান আরও একবার জালে বল জড়ান। এবার সাদিও মানের ক্রস থেকে দারুণ এক ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। দুই মিনিট পর দলের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদো। ডান দিক থেকে আসা একটি ক্রসে নিখুঁত টাচে বল জালে পাঠান তিনি। এই গোল আল নাসরের দাপুটে পারফরম্যান্সের পূর্ণতা এনে দেয়।

উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার আল আহলির বিপক্ষে লিগে নিজেদের পরবর্তী লিগ ম্যাচে মাঠে নামবে রোনালদোরা। ১৭ ফেব্রুয়ারি এএফসি চ্যাম্পিয়নস লিগে ইরানিয়ান ক্লাব পার্সেপোলিস এফসির মোকাবিলা করবে আল নাসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়