শিরোনাম
◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও)

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রাজশাহীর মালিক শফিক বিপিএলে কখনো ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন না

স্পোর্টস ডেস্ক : দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান বিপিএলে কখনো কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে না। পরবর্তী আসর থেকে প্রতিটি দলকে সবগুলো আর্থিক শর্ত পূরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন। এদিকে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে ১৭ ফেব্রুয়ারি পাকিস্তান এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

ভালো মানের উইকেট, হাই স্কোরিং ম্যাচ, ছক্কার বৃষ্টি আর দেশি ক্রিকেটারদের পারফরম্যান্স সবমিলিয়ে মাঠের খেলায় এবারের বিপিএল যথেষ্ট আকর্ষণীয়। তবে মাঠের বাইরের বহু ঘটনা কলঙ্কিত করেছে বিপিএলের একদশতম আসরকে। বিশেষ করে দুর্বার রাজশাহীর পারিশ্রমিক ইস্যু। 

তাতে শুধু বিসিবির নয়, বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে স্বীকার করেছেন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তাই বিপিএলে কখনো আর কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে পারবেন না দুর্বার রাজশাহীর মালিক শফিকুর রহমান। শুধু তাই নয়, পরবর্তী আসর থেকে আর্থিক শর্ত পূরণের ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না।

বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, খুব স্বাভাবিক যে আমরা কখনোই চাইব না এ ধরণের কেউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হউক। আমরা চাইব যারা যুক্ত হবে তারা ওই দায়িত্বটা নিয়ে যুক্ত হবে। তারা ওই দায়িত্বটা যাতে পালন করতে পারে সেটা খেলার আগে নিশ্চিত করতে হবে। খেলা শুরু হওয়ার পরে না। যে ওই নিশ্চয়তা দিতে পারবে না, তার ব্যাপারে আমাদের কোনো আগ্রহ থাকবে না। 

বিপিএলের পরদিনই চ্যাম্পিয়নস ট্রফির অনুশীলন শুরু করবে বাংলাদেশ। আইসিসির এই ইভেন্টের আগে কোনো ওয়ানডে খেলার সুযোগ পায়নি টাইগাররা। সে ঘাটতি মেটাতে ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ে পাকিস্তান এ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

নাজমুল আবেদীন ফাহিম আরও বলেন, পাকিস্তান এ দলের সঙ্গে আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলব। কিন্তু তার আগে আমাদের যে প্রস্তুতিটা হবে সেটা কিন্তু পুরোপুরি ৫০ ওভার ভিত্তিক হবে। আমরা এখানে তিন চারদিন ভিত্তিক প্রস্তুতি নেব এবং ওখানেও আমাদের চেষ্টা থাকবে যেন খুব ভালো মানের চেষ্টা হয়। 

তবে বাংলাদেশ অধিনায়কের ব্যাটে রান নেই। বিপিএলে রান খরা কাটানোর প্ল্যাটফর্ম ছিল ঠিকই তবে বেশিরভাগ ম্যাচে বেঞ্চে বসে কাটিয়েছেন নাজমুল শান্ত। যদিও তার অফ ফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নয় বোর্ড।

বিসিবির এ পরিচালক বলেন, আমার মনে ফর্ম নিয়ে খুব চিন্তিত হতে হবে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে ওর (শান্ত) সেরা ফরম্যাট হচ্ছে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট। ওটার খেলার ধরণটা অন্যরকম। তাই আমার মনে হয় না ওর খুব একটা সমস্যা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়