শিরোনাম
◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও)

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৮ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএল ফাইনালের সময় ১ ঘণ্টা এগিয়ে আনা হলো

স্পোর্টস ডেস্ক : চলমান বিপিএলের একাদশ আসরের পর্দা নামবে শুক্রবার। এদিন ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও চিটাগং কিংস মুখোমুখি হবে। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া শিরোপা লড়াইটি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা এগিয়ে এনেছে বিসিবি। এদিন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো তামিম ইকবালকে সম্মাননাও জানাবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বৃহস্পতিবার এক বার্তায় জানানো হয়, সন্ধ্যা ৭টার বদলে বিপিএলের ফাইনাল শুরু হবে সন্ধ্যা ৬টায়। এর আগে বিপিএলের আনুষ্ঠানিক সূচিতে বলা হয়েছিল, শুক্রবারের রাতের ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৭টায়।

গত মাসে বিপিএলের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে বাঁহাতি এই ওপেনার জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি। ফলে মাঠের বাইরে থেকেই অবসর নিতে হয় তাকে। শিরোপা লড়াই শুরুর আগে দেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটারকে সম্মাননা দেওয়ার কথা বিসিবির তরফ থেকে জানানো হয়।

বাংলাদেশ ব্যাটিং মহাতারকা তামিম ইকবাল খান সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ক্রিকেটে তার অবদানকে সম্মান জানাতে আগামীকাল বিপিএল ২০২৫ ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে এই চ্যাম্পিয়ন ব্যাটারের হাতে বিশেষ স্মারক তুলে দেবে বিসিবি।”

এবারের আসর নিয়ে টানা দ্বিতীয়বার তামিমের নেতৃত্বে বরিশাল ফাইনালে ওঠে। গত আসরে টুর্নামেন্টের সর্বোচ্চ রান-সংগ্রাহক হয়ে দলকে প্রথমবারের মতো শিরোপাও জেতান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়