শিরোনাম
◈ প্রকাশ্যে নৃশংস খুনের বৃদ্ধিতে জনমনে আতঙ্ক: রাজনৈতিক অস্থিরতা ও আন্ডারওয়ার্ল্ডের দাপটে বাড়ছে টার্গেট কিলিং ◈ রাজ‌নৈ‌তিক অঙ্গ‌ণে জল্পনা কল্পনা, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দে‌শের রাজনীতিতে কী প্রভাব ফেলবে? ◈ ফুটবলাররা তরুণদের অনুপ্রেরণা, শৃঙ্খলা–ঐক্য থাকলে সবই সম্ভব: তারেক রহমান ◈ সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ ◈ যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন অধ্যাপক আলী রীয়াজ ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে ট্রাম্পের পরিকল্পনা জাতিসংঘে পাস, হামা‌সের প্রত‌্যাখান ◈ আড়াই বছর পর ক‌্যাম্প ন‌্যু‌য়ে ফিরে বার্সেলোনা শ‌নিবার ম‌্যাচ খেল‌বে ◈ বড় রাজনৈতিক দলের নেতারা মানছেন না নির্বাচনী আচরণবিধি, কঠোর হওয়ার পরামর্শ ◈ সাংবাদিক খাশোগি ‘অত্যন্ত বিতর্কিত’ ছিলেন, সৌদি যুবরাজের পক্ষে দাবি ট্রাম্পের  ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড: শেখ হাসিনার রায় কীভাবে কার্যকর হবে

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৫৫ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চিটাগং কিংসকে বড় ব্যবধানে হারিয়ে বিপিএলের ফাইনালে ফরচুন বরিশাল

নিজস্ব প্রতিবেদক: বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল আবারো বিপিএলের ফাইনালে। তারকা সমৃদ্ধ দলটি দুর্দান্ত পারফরম করে সহজেই হারিয়ে দেয় চিটাগং কিংসকে।

প্রথম কোয়ালিফায়ারে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে চিটাগং। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ১৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় বরিশাল। রান তাড়ায় বর্তমান চ্যাম্পিয়নদের ভালো শুরু এনে দেন তামিম ও হৃদয়। দুজনেই করেছেন দায়িত্বশীল ব্যাটিং। চিটাগংয়ের বোলারদের বেশ ভালোভাবে সামাল দিয়েছেন তারা। ২৬ বলে ২৯ রান করা তামিমকে ফিরিয়ে বন্দর নগরীর দলটিকে প্রথম ব্রেক থ্রু এনে দেন সৈয়দ খালেদ আহমেদ।

তামিম ফিরলেও ধৈর্য্য হারাননি হৃদয়। ঠিকই ফিফটি তুলে নিয়েছেন ডানহাতি এ ব্যাটার। ৪৫ বলে ফিফটি পূর্ণ করেন হৃদয়। দলের জয় নিয়েই মাঠ ছেড়েছেন তিনি। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭৮ রান করে অপরাজিত ছিলেন হৃদয়। তাকে দারুণ সঙ্গ দেওয়া দাওয়িদ মালানের ব্যাট থেকে এসেছে ২১ বলে অপরাজিত ৩৩ রান।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে চিটাগংয়ের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। শামীম হোসেন পাটোয়ারী ও পারভেজ হোসেন ইমন ছাড়া দুই অঙ্কের ঘরে রান করতে পারেনি আর কোনো ব্যাটার।

শামীম ও পারভেজের জুটিতে লড়াকু সংগ্রহ পায় চিটাগং। ৩৬ বলে ৩৬ রান করেছেন পারভেজ। শামীমের ব্যাট থেকে এসেছে ৪৭ বলে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৭৯ রান। বরিশালের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেছেন মোহাম্মদ আলী। মায়ার্স নিয়েছেন দুই উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়