শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফুল ফিক্সিং করলে ওরাই ব্যবস্থা নিবে,  সিলেটের কোচ ইমন

 স্পোর্টস ডেস্ক : একের পর এক বির্তকের জন্ম দিয়ে যাচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে)। যার সবশেষ সংযোজন, বেশ কিছু প্লেয়ারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ। তাদের মধ্যে অন্যতম সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আরিফুল হক। এ প্রসঙ্গে কথা বলেছেন দলটির হেড কোচ মাহমুদ ইমন।

সিলেটের এ কোচ বলেন, তথ্য প্রমাণের ভিত্তিতে ওরাই ব্যবস্থা নিবে। আলাদা ডিপার্টমেন্ট আছে ওরাই কাজ করে। পয়েন্ট তালিকার তলানিতে থেকে শেষ হয়েছে সিলেটের এবাররের বিপিএল অধ্যায়। ১২ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জিততে পেরেছে চায়ের শহরের ফ্র্যাঞ্চাইজিটি।

মাহমুদ ইমন বলেন, আমাদের শুরুটা প্রত্যাশার মধ্যে ছিল। শুরুটা আমি খারাপ বলব না। দল গঠন থেকে শুরু করে সবকিছু। সিলেটে আমাদের প্রথম দিকে বড় খেলাগুলাই ছিল। কাগজে বড় রংপুর এবং বরিশাল, যদিও টি-টোয়েন্টিতে আমি এটা বিশ্বাস করি না। যাদের উপর প্রত্যাশা বেশি ছিল তাদের পারফরম্যান্স আপ এন্ড ডাউন ছিল। তাদের পারফরম্যান্সটা পেলে হয়ত ভালো কিছু হতো। এটা আমাদের প্রথম বিপিএল, যা হয়ত পয়েন্ট টেবিলই বলে দেয়। আমার অভিজ্ঞতা কেমন হয়েছে।

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে আছেন জাকের আলী অনিক। তবে এবারের বিপিএল খুব একটা ভালো যায়নি ডানহাতি এ ব্যাটারের। অন্যদিকে টুর্নামেন্টের শুরুর দিকে নিয়মিত রান করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি জাকির হাসান।

জাকির হাসান এবং জাকের আলী অনিকের পারফরম্যান্স নিয়ে ইমন বলেছেন, এটাই বললাম যেহেতু জাতীয় দলের প্লেয়ার। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। তাদের পারফরম্যান্স আসলে নিজেদের পাশাপাশি দলের লাভ হতো। ধারাবাহিকতা দরকার ছিল। পারলে হয়তো দলকে ভালো অবস্থানে নিতে পারতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়