শিরোনাম
◈ আসছে ঘূর্ণিঝড় 'শক্তি'র আশঙ্কা: ২৪-২৬ মে উপকূল আঘাত হানতে পারে ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে আইনজীবীদের ব্যাখ্যা, চলে যেতে পারে আন্ডারগ্রাউন্ডে ◈ পাকিস্তান সফ‌রে যাওয়া কি আদৌ নিরাপদ! চিন্তিত বি‌সি‌বি ◈ আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক্ষতি ২০০০ কোটি টাকা ◈ কূটনীতির ব্যাকচ্যানেল আর মার্কিন মধ্যস্থতা যেভাবে ভারত-পা‌কিস্তা‌নের যুদ্ধ ঠেকালো ◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার!

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো হারল রংপুর, টিকে থাকল খুলনার সুপার ফোরে যাওয়ার আশা

টানা আট জয়ে সুপার ফোর নিশ্চিত করার পর রংপুর রাইডার্স টানা চার ম্যাচে হারের স্বাদ পেয়েছে। বৃহস্পতিবার খুলনা টাইগার্স তাদের ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে। এই জয়ে খুলনার সুপার ফোরে যাওয়ার আশা টিকে থাকল।

খুলনার বড় জয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন ওপেনার নাঈম শেখ। তার সেঞ্চুরিতে খুলনা ৪ উইকেট হারিয়ে ২২০ রান তোলে।

জবাবে সৌম্য সরকার ফিফটি করলেও দলকে জয়ের পথে তুলতে পারেননি। অবশ্য রংপুরের অন্য ব্যাটররাও ব্যর্থ হয়েছেন। এতে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে আটকে যায় নুরুল হাসান সোহানের দল।

টস জিতে প্রথমে ব্যাট করা খুলনার হয়ে নাঈম শেখ ৬২ বলে হার না মানা ১১১ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে আটটি ছক্কার সঙ্গে সাতটি চারের শট আসে।

খুলনা শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করে। ওপেনার মেহেদী মিরাজ ১২ বলে ২১ রান করেন। দুটি ছক্কা ও একটি চার আসে তার ব্যাট থেকে। উইলিয়াম বসিস্টো ২১ বলে ৩৬ রান যোগ করেন। মাহিদুল অঙ্কন ১৫ বলে ২৯ রানের ভালো ইনিংস খেলেন।

জবাবে খুলনার সৌম্য সরকার ৪৮ বলে ৭৪ রান করেন। তিনি ছয়টি চার ও পাঁচটি ছক্কা হাঁকান। কিন্তু দলের দরকারের সময় ঝড় তুলতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়া ইফতিখার ১৫ বলে ১৯ ও শেখ মাহেদী ১৪ বলে দুটি করে চার ও ছক্কায় ২৭ রান করেন।

খুলনার একাদশে ঢোকা পেসার মুশফিক হাসান দারুণ বোলিং করেছেন। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। মোহাম্মদ নওয়াজ ১ ওভারে ৮ রান দিয়ে নেন ২ উইকেট। হাসান মাহমুদ তার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ১ উইকেট। তবে আবু হায়দার রনি খরুচে ছিলেন। তিনি ৪ ওভারে ৫৪ রান দিয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়