শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫৩ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকাকে উড়িয়ে দিয়ে ফরচুন বরিশাল ম্যাচ জিতলো ৯ উইকেটে

স্পোর্টস ডেস্ক : চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের বেহাল দশা। বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে তাদের ঠাঁই। বুধবার (২৯ জানুয়ারি) তলানিতে থেকে লড়াইয়ে নামে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ফরচুন বরিশালের। কিন্তু ঢাকা হালে পানি পেলো না। ঢাকা ক্যাপিটালসকে রীতিমত উড়িয়ে দিয়ে নবম জয় তুলে নিলো তামিম ইকবালের দল। 

আগে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় লিটন কুমার দাস-সাব্বির রহমানরা। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট ও ৮১ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে বরিশার। রান তাড়ায় বরিশালকে দুর্দান্ত শুরু এনে দেন তামিম ও হৃদয়। ৯ বলে ১৫ রান করে হৃদয় ফিরলেও জয় নিয়েই মাঠ ছেড়েছেন তামিম। তবে তাকে খুব একটা কিছু করতে হয়নি। যা করার দাওয়িদ মালান করেছেন। ঢাকার বোলারদের ওপর রীতিমত তান্ডব চালিয়েছেন তিনি। ১৬ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন মালান। তামিমের ব্যাট থেকে এসেছে ১৪ বলে অপরাজিত ২১ রান।

এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে ঢাকার ব্যাটাররা। বিশেষ করে বরিশালের দুই স্পিনার মোহাম্মদ নবী ও তানভীর ইসলামের ঘূর্ণির কোনো জবাবই ছিল না রাজধানীর দলটির। দুর্দান্ত দুটি বাউন্ডারি মেরে শুরু করা লিটন তানভীরের বলে বোল্ড হয়ে ফিরেছেন। ৮ বলে ১০ রান করে ফেরেন তিনি।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিম পারেননি তেমন কিছুই করতে। ফাহিম আশরাফের বলে পুল করতে গিয়ে ক্যাচ দিয়ে ফিরেছেন ঢাকার এ ওপেনার।  তার ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৭ রান।

সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, রিয়াজ হাসান ও জেপি কোয়েৎজে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। ঢাকার হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন অধিনায়ক থিসারা পেরেরা। দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন রনসফোর্ড বেটন। বরিশালের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন ফাহিম, নবী ও তানভীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়