শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুই বিদেশি ক্রিকেটার চিটাগং কিংস মালিকের বিরুদ্ধে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ আনলেন

স্পোর্টস ডেস্ক : হাস্যকর বিপিএলে চিটাগং কিংস এর আগেও আলোচনায় এসেছিল দেশীয় ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে পারিশ্রমিক না দিয়ে। এবার দলটির দুই বিদেশি, পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবাইদ আকবরী অভিযোগ করেছেন কোনো অর্থ না পাওয়ার। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও দিচ্ছে না দলটি। কর্ণধার সামির কাদের চৌধুরী তা স্বীকারও করেছেন। দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। চ্যানেল২৪ 
বাঁকে বাঁকে রহস্য আর অনিশ্চয়তায় ঘেরা বিপিএল। বাংলাদেশে খেলতে এসে যেন অপরাধ করেছে বিদেশি ক্রিকেটাররা। চিটাগং কিংসের পাকিস্তানি খাজা নাফি ও আফগান ক্রিকেটার জুবাইদ আকবরী এক টাকাও পারিশ্রমিক পাননি। দু’জনই নিশ্চিত করেছেন। 

এখন পর্যন্ত এক ম্যাচ খেলা আফগান অলরাউন্ডার জানান, আজকে দেব, কালকে দেব বলে ঘুরাচ্ছে চিটাগং কিংস। এমনকি চলে যেতে চাইলেও টিকিট করে দিচ্ছে না ফ্র্যাঞ্চাইজিটি।

পাকিস্তান ব্যাটার খাজা নাফিও দুশ্চিন্তায়। একদিকে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না আরেক দিকে পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা। বলেছেন, বাংলাদেশের সম্মানের কথা চিন্তা করে এখনও চুপ আছেন। টাকা না পেলে, যাওয়ার আগে সব প্রকাশ করে যাবেন।

এ দু’ক্রিকেটারকে পারিশ্রমিক না দেয়ার কথা স্বীকার করেছেন চিটাগং কিংসের কর্ণধার সামির কাদের চৌধুরী। তিনি বলেন, খাজা নাফী ও আকবরীর জন্য এটা বিশাল অপারচুনিটি। তাদের সঙ্গে আলোচনা করেই এটা করা হয়েছে। আর নাফীরটা তো কথা হয়েছে হাতে করে নিয়ে যাবে। আসলে চারিদিকের অবস্থা দেখে তারাও এভাবে রিঅ্যাক্ট করা শুরু করেছে। তবে ক্রিকেটাররা কেন গণমাধ্যমে তথ্য দিচ্ছে এ নিয়ে আপত্তি কিংস মালিকের। রাজশাহীকে নিয়ে যখন টালমাটাল অবস্থা তখন চিটাগং কিংসের হাড়ির খবরও গোপন নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়