শিরোনাম
◈ দি‌ল্লি ক্যাপিটাল‌সের হ‌য়ে মুস্তা‌ফিজ আইপিএলের বাকি অংশে খেলবেন ◈ নানা বৈষম্যে চাকরি ছাড়ছেন পেট্রোবাংলার কর্মকর্তারা! ◈ টিউলিপকে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি: দুদক চেয়ারম্যান ◈ সৌদি আরবে বাংলাদেশের শ্রমিকের মৃত্যুর পর বিস্ময়কর দাবি ◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ জুনে আসছে আইএমএফ-বিশ্বব্যাংকের ৩.৫ বিলিয়ন ডলার, বাজারভিত্তিক ডলার রেট চালুর ঘোষণা গভর্নরের ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫, ১০:৫৫ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার জসপ্রিত বুমরাহ নারী বিভাগে অ্যামেলিয়া কার

স্পোর্টস ডেস্ক : জো রুট, হ্যারি ব্রুক ও ট্রাভিস হেডদের পেছনে ফেলে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন জসপ্রিত বুমরাহ। মেয়েদের বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন অ্যামেলিয়া কার। তিনি হারিয়েছেন চামারি আতাপাত্তু, লরা উলভার্ট ও অ্যানাবেল সাদারল্যান্ডকে।

বুমরাহ বল হাতে স্বপ্নের মতো কাটিয়েছেন ২০২৪ সালটি। আর তাতেই স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতে নিয়েছেন ভারতের এই পেসার। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কারও প্রথমবারের মতো নারীদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। এই খেতাবের আনুষ্ঠানিক নাম র‌্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি।

মঙ্গলবার ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আইসিসি। তারা নির্বাচিত হয়েছেন সংবাদমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে। বুমরাহ ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন।

এর আগে ২০০৪ সালে প্রথমবারের মতো বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন রাহুল দ্রাবিড়। এরপর ২০১০ সালে শচিন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন ও ২০১৭ আর ২০১৮ সালে টানা দুইবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছিলেন বিরাট কোহলি।

গত বছর ২১ ম্যাচে বুমরাহ শিকার করেছেন সর্বোচ্চ ৮৬ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই সঙ্গে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও,বড় ভূমিকা রেখেছিলেন এই পেসার। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও।

টেস্টেও গত বছর দারুণ পারফর্ম করেছেন বুমরাহ। এই ফরম্যাটেও সেরা বোলার ছিলেন এই ভারতীয় পেসার। ১৩ টেস্টে শিকার করেছে  ৭১ উইকেট। এমন পারফরম্যান্সে টেস্টের বোলারদের র‌্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করেছেন বুমরাহ।

এদিকে ২০২৪ সালে কার ১৮ টি-টোয়েন্টি ম্যাচে করেন ৩৮৭ রানের পাশাপাশি ২৯টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ৯ ম্যাচে ২৫৭ রানের পাশাপাশি ১৪টি উইকেট আছে তার। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও এই অলরাউন্ডারের বড় ভূমিকা ছিল। ৬ ম্যাচে ১৩৫ রান ও ১৫ উইকেট নেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়