শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ১০:৩৪ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ট্রফি নিয়ে আইসিসির প্রচারণাজুড়ে ভারত, বাংলাদেশ সামান্যই

স্পোর্টস ডেস্ক : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি এরই মধ্যে জোরালো প্রচারণা শুরু করেছে। এর অংশ হিসেবে সম্প্রতি ঐতিহ্যবাহী ‘আইকনিক সাদা জ্যাকেট’ ফিরে আসার ঘোষণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। কিন্তু সেখানে বাংলাদেশের উপস্থিতি প্রায় অদৃশ্য।

ভিডিওটির শুরুতেই পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামকে নায়কের ভূমিকায় দেখা যায়। ১ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওতে আকরাম বলেন, যখন সম্মান, ইতিহাস এবং বিজয় ঝুঁকির মুখে থাকে, তখন চ্যাম্পিয়নরা সবকিছু বাজি রাখে। ভিডিওতে ১৯৯২ বিশ্বকাপে ইমরান খানের শিরোপা উদযাপন, ২০১৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিজয় এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের সময় পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের সাদা ব্লেজার পরা দৃশ্য দেখানো হয়েছে। চ্যানেল২৪

ভিডিওতে ভারতের প্রাধান্য ছিল চোখে পড়ার মতো। বিরাট কোহলি ও রোহিত শর্মার গুরুত্বপূর্ণ মুহূর্ত, মহেন্দ্র সিং ধোনির স্টাম্পিং এবং জো রুটের সেঞ্চুরির মতো দৃশ্য ছিল বেশ উল্লেখযোগ্য।

এছাড়া অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডের ২০২৩ বিশ্বকাপ ফাইনালের সেঞ্চুরি উদযাপন এবং গ্লেন ম্যাক্সওয়েলের ডাবল সেঞ্চুরিও স্থান পেয়েছে। আফগানিস্তানের মুজিব-উর রহমান ও রশিদ খানের স্পিন জাদুও ছিল নজরকাড়া।

ভিডিওতে বাংলাদেশের উপস্থিতি ছিল নগণ্য। মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডের সময় একটি দৃশ্যে দেখা যায়, যেখানে জসপ্রীত বুমরাহর বলে একটি উইকেটের পতন দেখানো হয়েছে। এটি বাংলাদেশকে উপস্থাপনের চেয়ে বুমরাহকে প্রাধান্য দিয়েছে। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মতো বাংলাদেশেরও কোনো আইকনিক মুহূর্ত ছিল না।

আয়োজক পাকিস্তান হওয়ায় তাদের কিছু দৃশ্য থাকলেও তুলনামূলকভাবে কম গুরুত্ব দেয়া হয়েছে। তবে ভারতের প্রাধান্য বেশি থাকার পেছনে তাদের বাণিজ্যিক প্রভাব, দর্শক সংখ্যা এবং সম্প্রচার স্বত্বের বিষয়টি বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এই বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়