শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শেষ ওভারে ২৬ রান, সোহান তান্ডব ফরচুন বরিশালের বিরুদ্ধে রংপুরের দুর্দান্ত জয়

নিজস্ব প্রতিবেদক : ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা সেটা আরো একবার বুঝিয়ে দিলো রংপুর রাইডার্স। ফরচুন বরিশালের নিশ্চিত জয় তারা কেড়ে নিয়ে সেটাই প্রমাণ করলো। এই জয়ের নায়ক কেবলই অধিনায়ত ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। চলমান বিপিএলে ফরচুন বরিশাল দ্বিতীয়বার হেরে গেলো রংপুর রাইডার্সের কাছে। 

দ্বিতীয়বারের দেখায় জয়ের দ্বারপ্রান্তে ছিল তামিম ইকবালের দল। কিন্তু তাদের হাত থেকে জয়টা ছিনিয়ে নেন নুরুল হাসান সোহান। শেষ ওভারে ২৬ রানের সমীকরণ দারুণভাবে মিলিয়েছেন রাইডার্স অধিনায়ক। টস জিতে বরিশালকে আগে ব্যাটিংয়ে পাঠান সোহান। গত ম্যাচগুলোতে ব্যাট হাতে ভুগতে থাকা নাজমুল হোসেন শান্ত এদিন রানের দেখা পেয়েছেন। ৩০ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪১ রানের ইনিংস খেলেছেন তিনি। শান্তকে ফিরিয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

আরেক ওপেনার তামিমও খেলেছেন দারুণ। এদিন প্রথম বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বরিশাল অধিনায়ক। শেষ পর্যন্ত ৩৪ বলে ৪০ রান করে থেমেছেন তামিম।

শান্ত ও তামিমের এনে দেওয়া ভিত কাজে লাগিয়েছেন কাইল মায়ার্স ও তাওহীদ হৃদয়। দুজনেই করেছেন আক্রমণাত্মক ব্যাটিং। এদিন ভাগ্যের ছোঁয়াও পেয়েছেন মায়ার্স। রাব্বির বলে আউট হলেও অতির ফিল্ডার ত্রিশ গজের বাইরে থাকায় বেঁচে যান তিনি। শেষ পর্যন্ত ২৯ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন মায়ার্স। হৃদয়ের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদ এদিন ঝড় তুলতে পারেননি। ৬ বলে ২০ রানের ক্যামিও খেলেছেন ফাহিম আশরাফ। আর তাতেই ১৯৭ রানের সংগ্রহ পায় বরিশাল।

রংপুরের বোলাররা এদিন বেশ খরুচে ছিলেন। তবে আকিফ জাভেদ ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। এক উইকেট নিতে মোহাম্মদ সাইফউদ্দিন খরচ করেছেন ৪ ওভারে ৪২ রান। রান তাড়ায় রংপুরকে ভালো শুরু এনে দিতে পারেননি অ্যালেক্স হেলস। তিন বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। 

আরেক ওপেনার তৌফিক খান তুষার পাওয়ারপ্লেতে বেশ ভুগেছেন। বরিশালের বোলারদের সামনে এদিন অসহায় ছিলেন ডানহাতি এ ব্যাটার। তবে সময় যত গড়িয়েছে ততই নিজেকে গুছিয়ে নিয়েছেন তুষার। ২৮ বলে ৩৮ রান এসেছে তার ব্যার থেকে।

সাইফ হাসান আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি। ১৯ বলে ২২ রান করে ফিরেছেন ডানহাতি এ ব্যাটার। তবে রংপুরকে ম্যাচে রাখেন খুশদিল শাহ ও ইফতেখার আহমেদ। দুজনেই করেছেন দুর্দান্ত ব্যাটিং। কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারেননি তারা। ৩৬ বলে ৪৮ রান করে ফিরেছেন ইফতেখার। সমান রান করতে খুশদিল খেলেছেন ২৪ বল। 
শেষ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৬ রান। মায়ার্সের করা সেই ওভার থেকে ৩০ রান নিয়ে রংপুরকে জেতান সোহান। বরিশালের হয়ে ৪ ওভারে ৪৮ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন জাহানদাদ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়