শিরোনাম
◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন? ◈ ভারতীয় মিডিয়া যা তা নিউজ করে, ন্যূনতম স্ট্যান্ডার্ড নেই ওদের: শফিকুল আলম (ভিডিও) ◈ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৫, ০৯:২৮ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুশলের সেঞ্চুরিতে ১৮ বছর পর নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি ম্যাচ জিতলো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কা আগেই সিরিজ হারিয়েছিলো। হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে ৭ উইকেটের সান্ত¡নার জয় পেয়েছে তারা। কুশল পেরেরার রেকর্ড সেঞ্চুরিতে ১৯ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে এটাই তাদের প্রথম জয়। নেলসনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৮ রান করে শ্রীলঙ্কা। ৮৩ রানে প্রথম ৩ উইকেট পড়লেও অধিনায়ক চারিথ আসালঙ্কার সঙ্গে ১০০ রানের জুটি গড়েন কুশল।  

আসালঙ্কা অবশ্য থেমে যান ২৪ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪৬ রান নিয়ে। তবে মাত্র ৪৪ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান কুশল। লঙ্কান ব্যাটারদের মধ্যে যা দ্রুততম। কিন্তু এরপর আর দুই বলে টিকতে পারেন তিনি। সাজঘরে ফেরেন ১৩ চার ও ৪ ছক্কায় ১০১ রানের ইনিংস নিয়ে।

তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটি থেকেই আসে ৮১ রান। ২১ বলে ৩৭ রান আসে টিম রবিনসনের ব্যাট থেকে। আরেক ওপেনার রাচিন রবীন্দ্রও ব্যাটিং করেন একই মেজাজে। ৩৯ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬৯ রানে তাকে থামান আসালঙ্কা। লঙ্কান অধিনায়ক এক ওভারে ২৫ রান হজম করলেও তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দলকে দেখান জয়ের পথ।

যদিও নিউজিল্যান্ড শেষ ওভার পর্যন্ত চেষ্টা করে যায়। কিন্তু ড্যারিল মিচেলের ১৭ বলে ৩৫, জাকারি ফুকসের ১৩ বলে ২১* ও মিচেল স্যান্টনারের ১০ বলে ১৪ রানের ইনিংসটি নাম লেখায় বিফলের খাতায়। ২০ ওভার ব্যাট করেও ৭ উইকেটে ২১১ রানের বেশি করতে পারেনি কিউইরা। লঙ্কানদের হয়ে আসালঙ্কার তিনটি ছাড়াও দুটি উইকেট নেন ভানিন্দু হাসারাঙ্গা। একটি করে শিকার নুয়ান থুশারা ও বিনুরা ফার্নান্দোর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়