শিরোনাম
◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের সঙ্গে যা হয়েছে, এর জন্য আপনাদের প্রতি ধিক্কার : সারজিস আলম ◈ উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়: হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৫, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লিওনেল মেসি প্রায় ৩০০০ কোটি টাকা নিয়ে শুরু করছেন নতুন ব্যবসা

খেলোয়াড়ি জীবনে লিওনেল মেসির অর্জন তো কম নেই। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবলে একের পর এক শিরোপা জিতেছেন মেসি। আর্জেন্টিনার তারকা ফুটবলার এখন প্রায় ৩০০০ কোটি টাকা নিয়ে নতুন ব্যবসায় নামছেন।

এদিফিসিও রোসটাওয়ার সোচিমি নামে মেসির মালিকানাধীন একটি রিয়েল এস্টেট বিনিয়োগ কোম্পানি বাজারে এসেছে। স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিও গত রাতে রোসটাওয়ার সোচিমির ডকুমেন্টের ভিত্তিতে পাওয়া তথ্য অনুসন্ধান করে জানিয়েছে, প্রতিটি শেয়ারের দাম ৫৭.৪ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ১৬৭ টাকার বেশি। সব মিলিয়ে এর মূলধন ২২ কোটি ৩০ লাখ ইউরো। বাংলাদেশি হিসেবে ২৭৮৪ কোটি ৩৮ লাখ টাকা)। আর্জেন্টাইন তারকা ফুটবলার নিজেই এদিফিসিও রোসটাওয়ার সোচিমির চেয়ারম্যান বলে স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিও জানিয়েছে।

পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী সান্তিয়াগো নাভারো জানিয়েছেন, এটা (এদিফিসিও রোসটাওয়ার সোচিমি) চলছে দুই বছর আগে থেকেই। কারা এর তত্ত্বাবধানের দায়িত্বে, সেটাও উল্লেখ করেছেন নাভারো। পোর্টফোলিও স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী বলেছেন, ‘২০২৩ সালে মেসির এক্সচেঞ্জটি চালু করা হয়েছে। এটি তত্ত্বাবধান করছে স্পেনের কেন্দ্রীয় ব্যাংক (বাংকো দ্য এস্পানা)। যখন কোনো কোম্পানি শেয়ার বিক্রি করতে বা মূলধন বাড়াতে চায়, কেন্দ্রীয় ব্যাংক তখনই কোম্পানিটিকে ব্যবসা করার অনুমতি দিয়ে থাকে।’

এদিফিসিও রোসটাওয়ার সোচিমির স্পেন ও অ্যান্ডোরায় আছে ৭ হোটেল। স্পেনে ৩ অফিস স্পেস ও ৫ অ্যাপার্টমেন্ট। লন্ডন ও প্যারিসেও আবাসিক সম্পত্তি আছে। লিমেকু এস্পানা ২০১০ নামে মেসির পারিবারিক বিনিয়োগের বাহন রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টটির একমাত্র শেয়ারহোল্ডার। পোর্টফোলিও স্টক একচেঞ্জের প্রকাশ করা রেকর্ডের ভিত্তিতে জানা গেছে, ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোম্পানিটি। প্রতিষ্ঠার ১০ বছর পর ২০২৩ সালে কোম্পানিটির ক্ষতি হয়েছিল ১৭ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় সেটা ২১ কোটি ২২ লাখ টাকা।

স্পেন অবশ্য মেসির কাছে হাতের তালুর মতো চেনা। আর্জেন্টাইন তারকা ফুটবলার বার্সেলোনায় কাটিয়েছেন ২০ বছরেরও বেশি সময়। ২০২১ সালে বার্সেলোনা ছেড়ে তাঁকে চলে যেতে হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। তখন তাঁর সেই অঝোরে কান্নার ছবি এখনো ভুলতে পারছেন না ফুটবলপ্রেমীরা। বার্সার সঙ্গে কীভাবে যে মায়ার বন্ধনে জড়িয়ে গিয়েছিলেন, এই কান্নাই তাঁর প্রমাণ। বর্তমানে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়