শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন? ◈ ভারতীয় মিডিয়া যা তা নিউজ করে, ন্যূনতম স্ট্যান্ডার্ড নেই ওদের: শফিকুল আলম (ভিডিও) ◈ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ◈ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ (ভিডিও)

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৯:৪৪ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিপিএলে রংপুর এবার শিরোপা জয়ের ক্ষমতা রাখে: কোচ মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক: ২০১৭ সালে একবারই বিপিএলের শিরোপা জিতেছিলো  রংপুর রাইডার্স। এরপর শক্তিশালী দল গড়েও শিরোপার দেখা পয়নি। এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ফ্র্যাঞ্চাইজিটি। প্রধান কোচ মিকি আর্থারও দলের সাথে যোগ দিয়ে সেই স্বপ্ন আরও প্রগাঢ় করছেন। 

বিপিএলের হাই প্রোফাইল কোচদের একজন মিকি আর্থার। তার উপর রংপুর রাইডার্সের আশাও অনেক। শেখ মেহেদী, নাহিদ রানা, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিনের মতো দেশিদের সাথে অ্যালেক্স হেলস, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, স্টিভেন টেইলরদের মতো বিদেশি আছে তার স্কোয়াডে।

নিজেদের দিনে তার শিষ্যরা জ্বলে উঠলে রংপুরকে হারানো কঠিন বলছেন মিকি আর্থার। শনিবার (২৮ ডিসেম্বর) অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন রংপুর কোচ। সেখানেই তিনি বলেন, আমি খেলোয়াড়দের চিনি। তাদের যথেষ্ট মেধাবী। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের হারানো খুব কঠিন হবে। তবে সবার আগে শেষ চারে জায়গা করে নিতে হবে।

অন্য সবার মতো, আমরাও এখানে শিরোপা জিততে এসেছি। তবে এটা বুঝতে পারছি, এখানে অন্যান্য দলও ভালো। অবশ্যই আমরা গ্লোবাল সুপার লিগের ছন্দ এখানেও ধরে রাখতে চাই। আমরা কিছুদিন সময় পেয়েছি। সবাই জানে তাদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। এই কদিন একসঙ্গে থাকায় আমরা অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারি।
বাংলাদেশে উপভোগ করছেন জানিয়ে এই দক্ষিণ আফ্রিকান যোগ করেন, আমি বাংলাদেশ উপভোগ করি। দারুণ একটা প্রতিযোগিতা। এখানকার ক্রিকেটারদের মান অনেক বেড়েছে, দিনকে দিন আরও ভালো হচ্ছে। বিপিএল দারুণ এক প্রতিযোগিতা।

২০১৫ সালের বিপিএলে ঢাকা ডায়নামাইটসের সাথে কাজ করেছেন মিকি আর্থার। এরপর আর কাজ না করলেও নিয়মিত বিপিএলের খোঁজ খবর রাখতেন। 

সেসব জানাতে গিয়ে রংপুর হেড কোচ বলেন, 'অবশ্যই আমি বিপিএলের খোঁজখবর রেখেছি। আমি ২০১৫ সালে কোচিংও করিয়েছি ঢাকা ডায়নামাইটসকে। অনেক দিন হয়ে গেছে যদিও। আমি বিপিএল দেখি। যত দ্রুত সম্ভব কন্ডিশন মানিয়ে নিতে হবে। উইকেট স্লো ও লো হয়, টুর্নামেন্ট যত গভীরে যায়। এই কন্ডিশন মানিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য। সূত্র, ডেইলি ক্রিকেট

  • সর্বশেষ
  • জনপ্রিয়