শিরোনাম
◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন? ◈ ভারতীয় মিডিয়া যা তা নিউজ করে, ন্যূনতম স্ট্যান্ডার্ড নেই ওদের: শফিকুল আলম (ভিডিও)

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২:০৫ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাঈম হাসান খুবই মজা পান তামিম ইকবালের অধীনে খেলে

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের অফস্পিনার নাঈম হাসান ওপেনার তামিম ইকবালের অধীনে খেলে অনেক মজা পান বলে মন্তব্য করেছেন। ফরচুন বরিশালের এ ক্রিকেটার জানিয়েছেন, তামিম সব সময় ক্রিকেটারদের বাড়তি সমর্থন করেন। 

নাঈম বলেন, উনার সঙ্গে আগেও খেলেছি সিনিয়র, ওনার অধীনে খেলে অনেক মজা। জাতীয় দলে যখন উনি ছিল, তখনও ছিল (মজা)। উনি দলে থাকলে সব সময় আলাদা সমর্থন পাওয়া যায়।

বিপিএল শুরুর আগে প্রথম দিনের মতো অনুশীলন করেছে বরিশাল। যেখানে দেখা গেছে দলটির একাধিক তারকা ক্রিকেটারদের। শুধুমাত্র মাহমুদউল্লাহ রিয়াদ বাদে প্রায় সবাই ছিলেন অনুশীলনে। যারা সবাই সদ্য সমাপ্ত এনসিএল টি-টোয়েন্টিতে খেলেছেন।

প্রথম দিনের অনুশীলনে ম্যাচ সিনারিওতে দেখা গেছে বরিশালকে। এই প্রসঙ্গে নাঈম বলেন, ‘আসলে আমরা তো সবাই ম্যাচের মধ্যে ছিলাম এনসিএলের। খেলার মধ্যে ছিলাম। সবাই চেষ্টা করছি যে, সময় তো নাই আমরা যদিৃলম্বা টাইম অনুশীলন করার জন্য একদিনই সময় আছে। ওই হিসেবে অনুশীলনটা করা।

বরিশালের স্কোয়াডে তারকা ক্রিকেটারের অভাব নেই। মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, ইবাদত হোসেন, রিপন মন্ডল কে নেই তাদের দলে। সেই সাথে বিদেশি কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদির মতো তারকাদের দেখা যাবে বরিশালের হয়ে বিপিএল মাতাতে। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে একাদশ নির্বাচন করতে মধুর সমস্যায় পড়তে পারে বরিশাল।

একাদশে সুযোগ পাওয়া প্রসঙ্গে নাঈম বলেন, প্রতিযোগিতা তো বেশি। এটা আমাদের দলের জন্যই ভালো। সবাইকে সবার জায়গা থেকে শতভাগ দিতে হবে। কারণ- একজনের জায়গায় আরেকজন আসতে পারে। ওই জন্য প্রতিযোগিতা বেশি থাকলে প্রতিদ্বন্দ্বীতা যখন ভালো হবে তখন দলের ফল ভালো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়