শিরোনাম
◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন? ◈ ভারতীয় মিডিয়া যা তা নিউজ করে, ন্যূনতম স্ট্যান্ডার্ড নেই ওদের: শফিকুল আলম (ভিডিও) ◈ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০:৪২ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯ বছর পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে পাকিস্তানে যাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ৬ জানুয়ারি ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের। এর চারদিন পর, অর্থাৎ ১০ জানুয়ারি পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা আছে ক্যারিবিয়ানদের।

রাওয়ালপিন্ডিতে প্রস্তুতি ম্যাচ খেলার পর ওয়েস্ট ইন্ডিজ দল যাবে মুলতানে। সেখানে ১৭-২১ জানুয়ারি প্রথম টেস্ট খেলবে দুই দল। সিরিজের দ্বিতীয় টেস্টও একই ভেন্যুতে। ২৫-২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি।

গত ১৯ বছরে এটাই ওয়েস্ট ইন্ডিজ দলের প্রথম পাকিস্তান সফর। শেষবার ২০০৬ সালের নভেম্বরে পাকিস্তান সফরে এসেছিল ক্যারিবিয়ানরা। এরপর ২০১৬ সালের অক্টোবরেও অবশ্য টেস্ট সিরিজ খেলে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই সিরিজটি ছিল সংযুক্ত আরব আমিরাতে। এরপর তিনবার পাকিস্তান সফর করলেও টেস্ট সিরিজ খেলেনি এই দুই দল।

এর আগে ২০১২ সালের জুনে ওয়ানডে সিরিজ এবং ২০২৮ সালের এপ্রিল ও ২০২১ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য পাকিস্তানে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে এই তিনটি সিরিজে টেস্ট খেলেনি দুই দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়