স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হালে পানি পেলো না বাংলাদেশ। তিনটিতেই ভরাডুবি। হোয়াইটওয়াশ হলো লাল-সবুজের প্রতিনিধিরা। দশ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে সেই হতাশা নিয়ে বসে থাকার উপায় নেই।
আগামীকাল ১৬ ডিসেম্বর শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। সেটাকেই পাখির চোখ করেছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ২০ ওভারের ফরম্যাটে মাঠে নামার আগে সৌম্য সরকার শোনালেন আশার কথা। তিনি বলেন, আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কারা বড় দল, কারা ছোট দল সেটার থেকে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার, ৪০ ওভার ভালো খেলবে মাঠে। ওইটার জন্য অপেক্ষা করতে হবে।
সৌম্য আরও বলেন, আমরা যদি তিনটি দিকেই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করতে পারি, দল হিসেবে ভালো করতে পারি আমরা আশাকরি তাদেরকে আরামসে হারাতে পারব। ওরা টি-টোয়েন্টিতে ভালো দল, ওদের থেকে মনোযোগ দিতে হবে আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করলে ম্যাচ জিততে পারব।
ওয়ানডেতে হোয়াইটওয়াশ হলেও সেখান থেকে ভালো দিকই খুঁজতে চাইছেন সৌম্য, ‘আরেকটা জিনিস ওয়ানডেতে আমরা ভালো খেলে আসছিলাম কিন্তু লাস্ট দুই-একটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যেও একটা ভালো জিনিস আছে আমরা ব্যাটাররা তিনশ রান করছি, এটাও একটা ভালো দিক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে পারেননি তাসকিন আহমেদ-শরীফুল ইসলামরা। যার প্রভাব পড়েছে ম্যাচের ফলাফলে। তবে তানজিম হাসান সাকিবরা টি-টোয়েন্টি সিরিজে ভালো করবে বলে বিশ্বাস সৌম্যর।
জাতীয় দলের এ ওপেনার বলেন, আমাদের বোলাররা সবসময় ভালো করে আসতেছিল এই সিরিজে হয়ত তারা একটু স্ট্রাগল করেছে। আমি আশা করি তারা সামনের টি-টোয়েন্টিতে কামব্যাক করবে। পাশাপাশি আমরা ব্যাটাররা যারা রান করছিলাম বা রান করছে সবাই যেহেতু আমরা ওয়ানডেতে ৩০০ রান করছি এটার ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে তাহলে বোলার ও ব্যাটার মিলে একটা ভালো সিরিজ হবে।