শিরোনাম
◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ স্বাভাবিক ছিল না চব্বিশের বন্যা : প্রধান উপদেষ্টা ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৩ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জুনিয়র মহিলা এশিয়া কাপ হকি, শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদশ

জুনিয়র মহিলা এশিয়া কাপ হকি, শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদশ

স্পোর্টস ডেস্ক: জুনিয়র মহিলা এশিয়া কাপে নবম স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। ওমানের মাসকাটে অনুষ্ঠিত হয় এই খেলা। এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নবম স্থান অর্জন করে তাদের প্রথম জুনিয়র এশিয়া কাপ অভিযান শেষ করল। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতে বাংলাদেশ নারীরা বেশ আত্মবিশ্বাসী ছিল। প্রথম কোয়ার্টারে একটি মাত্র গোল পায় দলটি। তবে দ্বিতীয় কোয়ার্টারে আরো দুটি গোল করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে আরো দুটি এবং শেষ কোয়ার্টারে তিনটি গোল করে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ৮-০ ব্যবধানে ম্যাচ শেষ করে। -চ্যানেল২৪  

ম্যাচে একাধিক গোল করার পাশাপাশি সতীর্থদের গোলে সহায়তা করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন রিয়া। তার অসাধারণ পারফরম্যান্স বাংলাদেশকে এ জয়ে অনুপ্রাণিত করেছে।  

বাংলাদেশ নারী হকি দলের জন্য এটি ছিল প্রথম জুনিয়র এশিয়া কাপ। তবে গ্রুপ পর্বে প্রত্যাশিত ফল অর্জন করতে ব্যর্থ হয় দলটি। তারা চারটি ম্যাচেই হেরে ৪০ গোল হজম করে এবং মাত্র দুটি গোল করতে সক্ষম হয়।  

গ্রুপ পর্বের ব্যর্থতার পর নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে নিজেদের প্রমাণের সুযোগ পায় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল জয়ের মাধ্যমে নিজেদের সামর্থ্য দেখাতে সক্ষম হয় তারা।  

জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্সআপ হওয়ায় বাংলাদেশ জুনিয়র এশিয়া কাপে খেলার সুযোগ পায়। ভবিষ্যতে আরো উন্নত প্রস্তুতি ও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারলে বাংলাদেশ নারী হকি দল এশিয়া কাপসহ বিশ্ব মঞ্চে ভালো করার সামর্থ্য রাখে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়