শিরোনাম
◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন ◈ সংশোধন হচ্ছে আইন: সরকারি কর্মচারীকে তদন্ত ছাড়া আট দিনে চাকরিচ্যুত করা যাবে ◈ মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় হাসিনা সরকারের সাত মন্ত্রী এমপি’সহ আরো যারা আছেন ◈ বিএনপি নেতা আমানের ১৩ ও তার স্ত্রীর ৩ বছরের সাজা বাতিল ◈ চীন-পাকিস্তানকে মাথায় রেখেই কী রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত? ◈ রেফারির গা‌য়ে বরফ ছুঁ‌ড়ে মারায় ৬ ম্যাচ নিষিদ্ধ হ‌লেন ‌রিয়াল ফুটবলার রুডিগার ◈ রাষ্ট্র সংস্কার প্রশ্নে সংলাপ: রাজনৈতিক দলগুলো কোন প্রস্তাবেই শতভাগ একমত হয়নি ◈ আর্সেনালের বিরু‌দ্ধে পিএস‌জির ক‌ষ্টের জয় ◈ ২০২৮ সাল থে‌কে ৯৪ ম্যাচের আইপিএল আয়োজনের পরিকল্পনা বি‌সি‌সআি‌ইর

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:২২ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে সিলেট বিভাগের টানা তৃতীয় হার

স্পোর্টস ডেস্ক: সিলেট বিভাগ এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। এই টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচেই হারলো দলটি। তৃতীয় ম্যাচে রংপুরের বিপক্ষে তারা ৫ উইকেটে হেরেছে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১২০ রান করে সিলেট। সেই লক্ষ্য ২৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে রংপুর।

রংপুর এ নিয়ে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে। এই ম্যাচে রংপুরের জয়ের নায়ক নাইম ইসলাম। বাংলাদেশের এক সময়ের তারকা এই ব্যাটার ৩৫ বলে ৫০ রানের ইনিংসে রংপুরকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। এ ছাড়া আব্দুল্লাহ আল মামুন শেষদিকে ১২ বলে ২৯ রানের ক্যামিও খেলে রংপুরের জয়ে বড় অবদান রেখেছেন।- ক্রিকফ্রেঞ্জি

অধিনায়ক আকবর আলী ১১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সিলেটের হয়ে ইবাদত হোসেন নিয়েছেন দুটি উইকেট। আর একটি করে উইকেট গেছে তোফায়েল আহমেদ ও আসাদুল্লাহ আল গালিব ও রাহাতুল ফেরদৌস।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ২৯ রান পায় সিলেট। তৌফিক খান তুষার ১২ রান করে ফিরলেও জিসান আলম করেন ৩১ রান। এই দুই ব্যাটার ফেরার পরই বিপর্যয়ে পড়ে সিলেট। দলীয় পঞ্চাশের আগেই তারা আরও দুই উইকেট হারায়।

এরপর একপ্রান্ত আগলে রেখে খেলেছেন তোফায়েল আহমেদ। তিনি একাই ৩৮ বলে ৫১ রানের ইনিংস খেলেন। সিলেটের আর কোনো ব্যাটারই বলার মতো রান করতে পারেননি। এর ফলে তাদের সংগ্রহ বড় হয়নি। রংপুরের হয়ে আরিফ আহমেদ ও এনামুল হক নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়