শিরোনাম
◈ টি-টো‌য়ে‌ন্টি র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের নিচে বাংলাদেশ নারী দল ◈ সোমবার নয় মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া ◈ জাতীয় নির্বাচন: দলগুলোর নানা মত, ইসির ডিসেম্বরের প্রস্তুতি ◈ তারেক রহমানের ফেসবুক পোস্ট: প্রশংসনীয় এই মানসিকতা অব্যাহত থাকুক  ◈ শেখ হাসিনার শাসনামলের গুম, খুন, অর্থপাচার: আল জাজিরার তথ্যচিত্রে বিস্ফোরক তথ্য ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড ◈ এবার রিপাবলিক বাংলা বন্ধ ও ময়ূখকে গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গে বি'ক্ষো'ভ (ভিডিও) ◈ দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধের নাটক করছে বিজেপি: কীর্তি আজাদ ◈ ডেটিং নিয়ে দ্বন্দ্ব: তিন কলেজেই মেয়েরা ডেট করে, তাই হয় মারামারি', বললেন সিটি কলেজের ছাত্রীরা ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৪, ০৭:২২ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী ফুটবলের র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

নারী ফুটবলের র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নারী ফুটবলের র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত অক্টোবরে ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বাংলাদেশ নারী ফুটবল দল। যার ছাপ পড়েছে র‌্যাংকিংয়েও। শুক্রবার (১৩ ডিসেম্বর) ফিফার প্রকাশিত র‌্যাংকিয়য়ে সাত ধাপ এগিয়েছে তারা।

সাফে বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। দুর্বল পাকিস্তানের বিপক্ষে ড্র দিয়ে শুরু করা আসরের পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। ভারতকে হারায় ৩-১ ব্যবধানে। গ্রুপ সেরা হয়ে পরবর্তী পর্বে করে কোয়ালিফাই। বাকি ম্যাচগুলো দারুণভাবে জিতে ফাইনালে গত ৩০ অক্টোবরকে নেপালকে হারিয়ে ধরে রাখে সাফের মুকুট।

এই টুর্নামেন্ট জিতে সাত ধাপ আগানো বাংলাদেশ এখন ১৩২ নম্বরে। এগিয়েছে ভুটানও। তিন ধাপ উন্নতিতে তাদের অবস্থান ১৭২ নম্বরে। এক ধাপ এগিয়ে ১৫৭ নম্বরে পাকিস্তান এবং এক ধাপ পিছিয়ে তাদের পরেই অবস্থান শ্রীলঙ্কার।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ফাইনালে হেরে শিরোপা খোয়ানো নেপাল চার ধাপ পিছিয়ে ১০৩ নম্বরে চলে গেছে। ভারতও পিছিয়েছে। এক দাপ অবনতিতে তাদের অবস্থান ৬৯ নম্বরে। এছাড়া র‌্যাংকিংয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে আগানো স্পেন দ্বিতীয় এবং জার্মানি তৃতীয় স্থানে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়