শিরোনাম
◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক ◈ কেশবপুর পৌরসভার  সাবেক মেয়র রফিকুল গ্রেফতার ◈ বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায় ◈ পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে এবছরই ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েলিংটন টেস্ট: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের পক্ষে প্রায় অসম্ভব ইংল্যান্ডের রান পাহাড় টপকানো। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে রীতিমতো দাপট দেখিয়েছে সফরকারী ইংল্যান্ড। বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট ও হ্যারি ব্রুকের ফিফটিতে দিনশেষে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩ রানে। এতেই চালকের আসনে ইংলিশরা। এর আগে দিনের শুরুতে হ্যাটট্রিক করে চমক দেখান ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। বেসিন রিজার্ভ স্টেডিয়ামে এটিই প্রথম টেস্ট হ্যাটট্রিক।

আগের দিনের ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে স্বাগতিক নিউজিল্যান্ড। মাত্র ১০ ওভারের মধ্যে তারা ১২৫ রানে অলআউট হয়ে যায় তারা। ব্রাইডন কার্স প্রথমে টম ব্লান্ডেলকে আউট করেন, এরপর পরের ওভারে উইলিয়াম ও’রুর্কিকে এলবিডব্লিউ করেন। গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ কিছু রান যোগ করলেও, অ্যাটকিনসনের হ্যাটট্রিকে ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। দুই ইংলিশ বোলার অ্যাটকিনসন ও কার্স উভয়ই পান ৪টি করে উইকেট।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করে ১৫৫ রানের লিড নিয়ে। জ্যাক ক্রলি দ্রুত আউট হলেও বেথেল-ডাকেট নিউজিল্যান্ডের বোলারদের ভোগাতে থাকেন। নার্ভাস নাইন্টিনে সাজঘরে ফেরেন দুজনেই। ডাকেটের ৯২ রানের সাথে বেথেলের ব্যাটে আসে ৯৬ রানের ইনিংস।

দিনের শেষ ভাগে জো রুট ও হ্যারি ব্রুক (৫৫) আরও একবার নিউজিল্যান্ডের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান। রুট ৭৩ রানে অপরাজিত থাকেন, তার ৩৬তম টেস্ট শতক তুলে নেওয়ার সম্ভাবনা রেখে। ব্রুকও গতিতে রান করেন, যা ইংল্যান্ডের লিড আরও বাড়িয়ে দেয়। দিন শেষে ৫ উইকেটে ৩৭৮ রান করে সফরকারীরা। রুটের সঙ্গে ৩৫ রানে ক্রিজে অপরাজিত আছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়