শিরোনাম
◈ নির্বাচন নিয়ে আবার সন্দেহ, অনিশ্চয়তার কথা কেন আসছে? ◈ মর‌ক্কোর স‌ঙ্গে প্রী‌তি ম্যাচ খেল‌তে চায় বাংলাদেশ, ক্রীড়া উপদেষ্টার প্রস্তাব ◈ অ‌ক্টোব‌রে বিপিএলের ড্রাফট, নতুন করে চার ভেন্যুর অডিট হবে  ◈ ঢাকার বিদেশ মন্ত্রণালয় কার্যত অভিভাবক শূন্য! ◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও)

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৫ রাত
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওয়েলিংটন টেস্ট: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চালকের আসনে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: স্বাগতিক নিউজিল্যান্ডের পক্ষে প্রায় অসম্ভব ইংল্যান্ডের রান পাহাড় টপকানো। ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটে-বলে রীতিমতো দাপট দেখিয়েছে সফরকারী ইংল্যান্ড। বেন ডাকেট, জ্যাকব বেথেল, জো রুট ও হ্যারি ব্রুকের ফিফটিতে দিনশেষে তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৫৩৩ রানে। এতেই চালকের আসনে ইংলিশরা। এর আগে দিনের শুরুতে হ্যাটট্রিক করে চমক দেখান ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন। বেসিন রিজার্ভ স্টেডিয়ামে এটিই প্রথম টেস্ট হ্যাটট্রিক।

আগের দিনের ৫ উইকেটে ৮৬ রান নিয়ে দ্বিতীয় দিনের শুরু করে স্বাগতিক নিউজিল্যান্ড। মাত্র ১০ ওভারের মধ্যে তারা ১২৫ রানে অলআউট হয়ে যায় তারা। ব্রাইডন কার্স প্রথমে টম ব্লান্ডেলকে আউট করেন, এরপর পরের ওভারে উইলিয়াম ও’রুর্কিকে এলবিডব্লিউ করেন। গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ কিছু রান যোগ করলেও, অ্যাটকিনসনের হ্যাটট্রিকে ইনিংস দ্রুত শেষ হয়ে যায়। দুই ইংলিশ বোলার অ্যাটকিনসন ও কার্স উভয়ই পান ৪টি করে উইকেট।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করে ১৫৫ রানের লিড নিয়ে। জ্যাক ক্রলি দ্রুত আউট হলেও বেথেল-ডাকেট নিউজিল্যান্ডের বোলারদের ভোগাতে থাকেন। নার্ভাস নাইন্টিনে সাজঘরে ফেরেন দুজনেই। ডাকেটের ৯২ রানের সাথে বেথেলের ব্যাটে আসে ৯৬ রানের ইনিংস।

দিনের শেষ ভাগে জো রুট ও হ্যারি ব্রুক (৫৫) আরও একবার নিউজিল্যান্ডের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ান। রুট ৭৩ রানে অপরাজিত থাকেন, তার ৩৬তম টেস্ট শতক তুলে নেওয়ার সম্ভাবনা রেখে। ব্রুকও গতিতে রান করেন, যা ইংল্যান্ডের লিড আরও বাড়িয়ে দেয়। দিন শেষে ৫ উইকেটে ৩৭৮ রান করে সফরকারীরা। রুটের সঙ্গে ৩৫ রানে ক্রিজে অপরাজিত আছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়