শিরোনাম
◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও) ◈ পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই! ◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ ◈ রিশাদ ও না‌হিদ রানা পাকিস্তান ছাড়লেন, ফিরছেন দেশে ◈ বাংলা‌দে‌শে আস‌ছে না ভারতীয় দল, বাতিল হতে পা‌রে এশিয়া কাপও ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুসে' লণ্ডভণ্ড ভারত: দুই বিমান ঘাঁটি ধ্বংস ◈ ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিলো পাকিস্তান! ◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয়

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০১:২২ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির সভা আবারও স্থগিত 

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের মাটিতে ১৯৯৬ সালের পর ক্রিকেটের কোনো বৈশ্বিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি। মাঝে সন্ত্রাসী হামলার কারণে কয়েক বছর আন্তর্জাতিক ম্যাচও বন্ধ ছিল দেশটিতে। দীর্ঘ অপেক্ষা ফুরিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা রয়েছে। তবে ভারত টুর্নামেন্ট খেলতে দেশটিতে যাবে না বলে একক আয়োজক সত্ত্ব হারানোর শঙ্কায় পড়েছে পাকিস্তান। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল আইসিসির সভায়।

পুরো ক্রিকেটবিশ্ব যখন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার দিকে তাকিয়ে, তখন পরপর দুটি সভা স্থগিত করেছে আইসিসি। গত ২৯ নভেম্বর মাত্র ১৫ মিনিটেরও কম সময়ের মাঝে বোর্ড সভা প- হয়ে যায়। জয় শাহ আইসিসির সভাপতি হওয়ার পর তার অধীনে আজ (বৃহস্পতিবার) প্রথম সভা হওয়ার কথা ছিল। যার জন্য বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড সভাপতি দুবাই আইসিসির কার্যালয়ে হাজির ছিলেন। কিন্তু স্থগিত হয়ে গেছে আজকের সভাও।

সূত্রের বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, আগামী ৭ ডিসেম্বর পুনরায় সভায় বসবে আইসিসি। পাকিস্তানের অবস্থানের বিষয়ে ভারত প্রতিক্রিয়া না জানানোয় সভা করতে দেরি হচ্ছে। যদিও এর আগে সূত্র জানিয়েছিল— পাকিস্তানের দেওয়া পার্টনারশিপ ফর্মুলা প্রত্যাখ্যান করেছে ভারত, তারা তাদের দেশে হতে যাওয়া কোনো আইসিসি ইভেন্ট হাইব্রিড মডেলে আয়োজনে আগ্রহী নয়। 

পাকিস্তানি গণমাধ্যম আরও জানায়, এই সভায় যোগ দিতে আজ সকালেই অনেক প্রত্যাশা নিয়ে দুবাইয়ে পৌঁছান পিসিবি সভাপতি মহসিন নাকভি। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে আশা ছিল তার। এর আগে ভারত দল পাঠাতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের আলোচনা শুরু হয়। বিপরীতে পাকিস্তানও শর্ত জুড়ে দেয়।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করতে হলে, ‘পার্টনারশিপ’, ‘ফিউশন’ বা সমতা ফর্মুলা চালুর দাবি জানান পিসিবি সভাপতি মহসিন নাকভি। ফর্মুলা অনুযায়ী— ভারতের মাটিতে হতে যাওয়া আসন্ন বৈশ্বিক আসরগুলোও হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। অর্থাৎ, পাকিস্তানও আর ভারতে খেলতে যাবে না, তাদের ম্যাচ হতে হবে নিরপেক্ষ ভেন্যুতে। যা মানতে হবে পরবর্তী তিন বছর পর্যন্ত।

আগামী বছর নারী ওয়ানডে বিশ্বকাপ রয়েছে ভারতে, এরপর ২০২৬ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কা। ২০২৫ পুরুষ এশিয়া কাপের আয়োজকও ভারত। পাকিস্তানের দাবি মানলে, এসব টুর্নামেন্ট আয়োজনে ভারতের একক সত্ত্ব থাকবে না। এর আগে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজিব শুক্লা জানান, সরকার চায় না বলেই পাকিস্তানে দল পাঠানো হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়