শিরোনাম
◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও) ◈ পাকিস্তানি ৩ ঘাঁটিতে ভারতের মিসাইল হামলা, ৬টি পড়ল নিজ দেশেই! ◈ আই‌পিএ‌লের পর এবার অনির্দিষ্টকালের জন্য স্থগিত পা‌কিস্তান সুপার লিগ ◈ রিশাদ ও না‌হিদ রানা পাকিস্তান ছাড়লেন, ফিরছেন দেশে ◈ বাংলা‌দে‌শে আস‌ছে না ভারতীয় দল, বাতিল হতে পা‌রে এশিয়া কাপও ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ানুম মারসুসে' লণ্ডভণ্ড ভারত: দুই বিমান ঘাঁটি ধ্বংস ◈ ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিলো পাকিস্তান! ◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয়

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ১২:৫০ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাল্টা আক্রমণে বাংলাদেশের ২১১ রানের লিড

স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসেই দুর্দান্ত পারফরমেন্স দেখায় বাংলাদেশ দল। নাহিদ রানার পেস তোপে প্রথম ইনিংস শেষে ১৮ রানের লিড পেয়েছিল মিরাজবাহিনী। ব্যাটিংয়ে শুরুতেই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেস তোপে পড়ার শঙ্কায় ছিল তারা। কিন্তু ব্যাটারদের পাল্টা আক্রমণে সেই চাপ সামলে বড় লিডের পথে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ২১১ রানে এগিয়ে মেহেদী হাসান মিরাজের দল। হাতে আছে ৫ উইকেট।

সোমবার জ্যামাইকায় আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১৯৩ রান। ২৯ রান নিয়ে জাকের আলী ও ৯ রান নিয়ে তাইজুল ইসলাম চতুর্থ দিনের খেলা শুরু করবেন। অসুস্থতার কারণে এখনও ব্যাটিংয়ে নামতে পারেননি মুমিনুল হক।

ব্যাটিংয়ের সময় নাহিদের বাউন্সারে দু’বার কাঁধে আঘাত পান কেমার রোচ। ফলে এই পেসারকে ছাড়াই দ্বিতীয় ইনিংস শুরু করতে হয় স্বাগতিকদের। কিন্তু ইনিংসের পঞ্চম বলেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের সেই চাপ বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি সাদমান ইসলাম ও শাহাদাত হোসেন দিপু।
রোচ না থাকার সুযোগ নিয়ে পাল্টা আক্রমণে দ্বিতীয় উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ৪৭ রান, যেখানে আগ্রাসী মনোভাবে ছিলেন দিপু। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। শামার জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে ব্যক্তিগত ২৮ রানে ফেরেন এই ডানহাতি ব্যাটার।

এরপর ক্রিজে এসেই স্বাগতিক পেসারদের ওপর ছড়ি ঘোরাতে শুরু করেন মিরাজ। জোসেফের পরের ওভারে টানা ৪টি চার মারেন বাংলাদেশ অধিনায়ক। পরের ওভারে আক্রমণ শুরু করেন সাদমানও। তৃতীয় উইকেটে দ্রুত রান যোগ করে লিড বাড়াতে থাকেন এই দুই ব্যাটার। তবে এখানেও বাধা হয়ে দাঁড়ান জোসেফ। ৪৬ রান করা সাদমান ফিরিয়ে ভাঙেন ৭৪ বলে ৭০ রানের জুটিটি।

সঙ্গীর বিদায়ের পর দ্রুত ফেরেন মিরাজও। ৩৯ বলে ডানহাতি এই ব্যাটারের ৪২ রানের ইনিংসটি থামান জোসেফ। দ্রুত দুই উইকেট হারিয়ে আরেকটি ব্যাটিং ধসের শঙ্কায় থাকা দলকে চাপমুক্ত করেন লিটন দাস ও জাকের। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার ৪১ রান যোগ করে লিড দুইশর কাছে নিয়ে যান। ২৫ রান করা লিটনকে বোল্ড করে এই জুটি ভাঙেন জাস্টিন গ্রিভস। এরপর তাইজুলকে নিয়ে দুইশ রানের লিড পার করে ২০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন জাকের।

দিনের শুরুতে নাহিদের পেস তোপে ১৪৬ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম তিন ব্যাটার ছাড়া স্বাগতিকদের আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। আর ক্যারিয়ার সেরা বোলিংয়ে নাহিদের শিকার ৬১ রানে ৫ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়